জাতীয় দলে ফেরার চেষ্টায় ‘নিজ খরচে’ অনুশীলন করছেন সাব্বির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত
বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান। একসময় লাল-সবুজ শিবিরের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সম্ভাবনাময় এই হার্ডহিটার। কিন্তু ২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।
এমনকি গত কয়েক বছর ধরে ঘরোয়া আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হয় তাকে। গত বিপিএলে অবিক্রিত ছিলেন। কিন্তু চলতি আসরে নিলাম থেকেই এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। এবার একাদশে সুযোগ পেয়ে নিজেকে আরো একবার প্রমাণ করলেন তিনি। চিটাগং কিংসের বিপক্ষে ৯ ছক্কা ও ৩ চারের মারে ৩৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাব্বির। দলকে জেতাতে না পারলেও কিছুটা স্বস্তিতে তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে সাব্বির বলেন, খেলছি এখনো, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র.... বলতে পারেন মিক্সাপে আছি। ফিটনেস তো পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়ত-বা কামব্যাক করব।
তিনি যোগ করেন, আমি আমার মত প্র্যাকটিস করি, মিরপুরে হয়ত করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে আমি নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করি। চেষ্টা করছি, আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করব; ভালোমতো খেলার জন্য।
নিজের ইনিংস নিয়ে সাব্বির বলেন, এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে, পরের ম্যাচের জন্য। যদিও দল জিততে পারেনি বলে এই ইনিংসটা কাজে লাগলো না। যদি ২০ রান করতাম, দল জিতত তাতেও লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি আত্মবিশ্বাসী অনুভব করছি এখন।