×

খেলা

খুলনাকে থামিয়ে জয়ের ধারায় ফিরলো রাজশাহী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

খুলনাকে থামিয়ে জয়ের ধারায় ফিরলো রাজশাহী

ছবি: সংগৃহীত

   

লক্ষ্য ১৭৯ রান! একেবারে হাতের নাগালে না থাকলেও কঠিন কিছুই ছিল না। তবে চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। একপর্যায়ে পথহারা পথিক বনে গিয়ে চলতি বিপিএলে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ নিলো মেহেদী হাসান মিরাজের দল।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে থামে দুর্বার রাজশাহী। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে গুটিয়ে যাবার আগে ১৫০ রান তুলেছিল খুলনা। ২৮ রানের এই জয়ে আসরে দ্বিতীয় জয়ের স্বাদ পেলো এনামুল হক বিজয়ের দল।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা মোটেই ভালো হয়নি খুলনার। ইনিংসে পঞ্চম বলেই সাজঘরে ফেরেন উইলিয়াম বোসিসটো (৬)।

তিনে নেমে মিরাজও উইকেটে থিতু হতে পারেননি। তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে ৭ বলে ১ রান করেন খুলনার কাপ্তান।

২৬ রানে জোড়া উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাঈম  আর আফিফ। তবে স্কোর বাড়িয়ে নেওয়ার পরিবর্তে উল্টো বল নষ্ট করতে থাকেন তারা। ২৮ বলে ২৪ রান করে আউট হন নাঈম। এ ছাড়া ৩৩ রান করতে ৩০ বল খরচ করেন আফিফ। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা।

সেই চাপ সামলে নিতে হাত খুলে খেলতে শুরু করেন মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু বড় ইনিংস খেলার আগেই ১১ বলে ২ ছক্কায় ১৮ রানে থামেন তিনি। অন্যপ্রান্তে ৬ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রানের ক্যামিও উপহার দেন ইমরুল কায়েস।

তবে ছোট ছোট এসব ইনিংস দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষমেশ ইনিংসের তিন বল বাকি থাকতেই ১৫০ রানে অলআউট হয় খুলনা।

রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও রায়ান বার্ল দুটি করে উইকেট নেন।

এর আগে, ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ হারিস এবং জিশান আলম। তবে দলীয় ৪৪ রানে ২০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন হারিস।

তিনে নেমে এনামুল হক বিজয়-ও আলো ছড়াতে পারেননি। ৮ বলে ৭ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন এস এম মেহরাব (৭ বলে ৫)। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ২২ বলে ২৩ রান করে জিশান ফিরলে দলীয় ৬৭ রানেই ৪ উইকেট হারায় রাজশাহী।

এরপর দলের হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্ল। তাদের ব্যাটে ভর করে ইনিংসের ১৮তম ওভারে দেশড় রানের কোটা পার করে রাজশাহী। তবে হাফ-সেঞ্চুরি ছোঁয়ার আগেই ২৪ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন রাব্বি। 

শেষদিকে আকবরের ৯ বলে ২১ রানের ক্যামিও এবং বার্লের অপরাজিত ৪৮ রানে ভর করে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

খুলনার হয়ে দুটি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়া মোহাম্মদ নাওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App