‘অধরা’ জয়ের খোঁজে সিলেটকে বড় লক্ষ্য দিলো ঢাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

ছবি: সংগৃহীত
চলতি বিপিএলে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন। এমনকি ১৫ জনের স্কোয়াডেও নাম ছিল না। এবার বেঞ্চ থেকে ফিরেই জ্বলে উঠলেন লিটন দাস। অন্যদিকে প্রায় ২৬৯ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা মুনিম শাহরিয়ার-ও ভালোভাবেই অবহেলার জবাব দিলেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ‘অধরা’ জয়ের খোঁজে সিলেটকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ঢাকা।
শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি পেয়েছে রাজধানীর দলটি। দলের হয়ে ১০ চার ও এক ছক্কায় ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন লিটন।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমকে হারায় ঢাকা। কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন এই ওপেনার।
শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিটন দাস। তাকে দুর্দান্ত সঙ্গ দেন মুনিম শাহরিয়ার। তাদের ব্যাটে পাওয়ারপ্লেতে ৫৬ রান তোলে ঢাকা।
পাওয়ারপ্লের পরও সচল থাকে ঢাকার স্কোরশিট। সাবলীল ব্যাটিংয়ে দুজনেই হাফ-সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। ২৯ বলে ১ ছক্কা ও ৬ চারে ফিফটি পূর্ণ করেন লিটন। অন্যপ্রান্তে ফিফটি ছুঁতে মুনিমের ৪৬ বল লেগেছে। আর ইনিংসের ১২তম ওভারে তিন অঙ্ক ছুঁয় ঢাকা।
তবে দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার পর কর্নওয়ালের বলে সাজঘরে ফেরেন লিটন। ফেরার আগে ৪৩ বলে ৭৩ রান করেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে ৪৭ বলে ৫২ রান করে আউট হন মুনিম। শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ২৩ এবং থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানের সুবাদে দুইশ ছুঁই ছুঁই পুঁজি পায় ঢাকা।
সিলেটের হয়ে ৩ উইকেট নেন রাকিম কর্নওয়াল। এ ছাড়া রিচ টপলি এবং তানজিম সাকিব একটি করে উইকেট নেন।