×

খেলা

এক হারে মোমেন্টাম হারিয়ে যায়নি, দাবি নাসুমের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

এক হারে মোমেন্টাম হারিয়ে যায়নি, দাবি নাসুমের

ছবি: সংগৃহীত

   

দুর্বার রাজশাহীর ১৭৮ রানের জবাবে ২৮ রানে হেরেছে খুলনা টাইগার্স। এতে চলতি আসরে প্রথম হারের মুখ দেখল খুলনা। এর আগে, ২ ম্যাচে ২ জয় পেয়েছিল মেহেদী হাসান মিরাজের দল।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে থামে দুর্বার রাজশাহী। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে গুটিয়ে যাবার আগে ১৫০ রান তুলেছিল খুলনা। ২৮ রানের এই জয়ে আসরে দ্বিতীয় জয়ের স্বাদ পায় এনামুল হক বিজয়ের দল।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ ব্যাখ্যা করেছেন খুলনার স্পিনার নাসুম আহমেদ। তিনি বলেন, ‘আসলে মোমেন্টাম হারায়ে যায় নাই। গতবার কিন্তু সিলেটে এসেও আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম। এমন হইতেই পারে, একদিন এমন হইতেই পারে। আমরা আহামরি কোনো খারাপ খেলিও নাই। ১৮০ রান তাড়া করার মত ছিল। আমরা মাঝে কিছু উইকেট হারানোতে শেষে সংগ্রাম করতে হয়েছে।’

নাসুম আরো জানান, ‘পাওয়ারপ্লের ৫ থেকে ১০-১২ ওভার পর্যন্ত আমরা একটু কম রান করেছি। সেখানে আমরা একটু পিছায়ে গিয়েছি। সেখানে রান কম হওয়াতে শেষে পারা যায়নি।’

এই স্পিনার যোগ করেন, ‘বোলিংয়ে যেহেতু বাঁহাতি স্পিনার দুইজন আছি। যদি ১০ ওভারের মধ্যে দুইজনের মধ্যে একজনের বোলিং শেষ হয়ে যেত হয়তবা আমরা একটা ওভার শর্ট থাকতাম না। দুইটা বাঁহাতি স্পিনারের ১ ওভার করে রয়ে গিয়েছিল। এমন না হলে হয়ত এমনটা হত না। কারণ দুইজনই মেইন বোলার ছিল।’ 

উল্লেখ্য, ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে খুলনা টাইগার্স। অন্যদিকে দুই ম্যাচ বেশি  খেলে নেট রানরেটে পিছিয়ে পাঁচে দুর্বার রাজশাহী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App