×

খেলা

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি

ছবি: সংগৃহীত

   

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে ফেব্রুয়ারি মাসে। দলগুলোর ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা (আইসিসি)। এ জন্য রবিবারের মধ্যেই সব দলকে স্কোয়াড জমা দিতে হবে। নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তাই এই ওপেনারের আর খেলা হচ্ছে না। তবে সাকিব আল হাসানকে নিয়ে এখনো দ্বিধায় আছে বোর্ড।

সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিবির একজন নির্বাচক এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ড কী বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।’

সাকিবকে নিয়ে নিশ্চিত কিছু বলতে না পারলেও বিসিবির সেই নির্বাচক নিশ্চিত করেছেন, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।

বিসিবির সেই নির্বাচক বলেন, ‘কালই দল পাঠাব আমরা। এখন আমরা যে প্রাথমিক দল পাঠাব, ওটা আসলে প্রকাশ করা হবে না। এই দলটা শুধু আইসিসিতে যাবে। পরে আমরা সবাইকে জানাব। দল প্রায় ঠিক করাই আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App