×

খেলা

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন শামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন শামি

ছবি: সংগৃহীত

   

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে খেলবেন এই পেসার।

ভারতীয় দলে তিনি ফিরতে পারবেন কিনা, সে দিকেই নজর রেখেছিলেন সবাই। শেষ পর্যন্ত ফিরলেন শামি। শেষবার ২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন শামি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম একাদশে দেখা যেতে পারে শামিকে। বাংলার হয়ে রঞ্জি, সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হাজরে ট্রফি খেলেছেন তিনি। এবার ভারতের ২০ ওভারের দলে ফিরলেন তিনি।

ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শামি। গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফিসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তার। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তাছাড়া বাংলার হয়ে খেলতে নেমে হাঁটুতে হালকা চোটও পেয়েছিলেন। বিসিসিআই কর্তারা ও জাতীয় দল নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চেয়েছিলেন শামিকে।

শামির ফেরার মতোই চমক ঋষভ পন্তের দলে না থাকা। প্রথম উইকেটরক্ষক হিসেবে নেয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। তিনি ফর্মে রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল। জিতেশ শর্মার বদলে নেয়া হয়েছে তাকে। রমনদীপ সিংহের বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নীতীশ রেড্ডি। নেই শিবম দুবে। চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ।

ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি প্রথম ম্যাচ কলকাতায়। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি চেন্নাইয়ে। ২৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি রাজকোটে। ৩১ জানুয়ারি পুনে চতুর্থ ও ২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে হবে পঞ্চম টি-টোয়েন্টি।

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ রেড্ডি, মোহাম্মদ শামি, আর্শদীপ সিংহ, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিংহ, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App