বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে বাংলাদেশের সাথিরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম

সাথিরা জাকির জেসি, ছবি: সংগৃহীত
আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত প্রথম নারী আম্পায়ার তিনি। এবারই প্রথম কোনো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
টুর্নামেন্ট পরিচালনার জন্য আজ ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় সাথিরা আছেন। এ ছাড়া ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ৪ দেশের ৪ জন।
এখন পর্যন্ত মেয়েদের ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন সাথিরা। গত বছর জুলাইয়ে এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন ৩৪ বছর বয়সী এই আম্পায়ার। এ ছাড়া ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আম্পায়ারের ভূমিকায় তাকে দেখা গেছে।
আগামী ১৮ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় প্রমীলাদের যুব বিশ্বকাপে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও নেপাল অংশ নেবে।
আসরের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ নেপাল। এ ছাড়া ২০ ও ২২ জানুয়ারি অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাঘিনীরা। এবারের বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া।
ম্যাচ অফিশিয়ালদের শুভকামনা জানিয়ে আইসিসির আম্পায়ার্স ও রেফারিজ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শন ইয়াসে বলেছেন, ‘এই ইভেন্টে নির্বাচিত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের অভিনন্দন। তারা দ্বিপক্ষীয় ক্রিকেটে ভালো পারফর্ম করে এটা অর্জন করেছেন। এটি একটি বৈচিত্র্যময় দল, যা সত্যিই চমৎকার। আমরা আত্মবিশ্বাসী যে তারা ভালো পারফর্ম করবেন এবং কেউ কেউ খেলাটির আরো উঁচু স্তরে দায়িত্ব পালন করার দিকে অগ্রসর হবেন।’
আম্পায়ার থাকছেন যারা: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী বেণুগোপালান ও নারায়ণান জননী (ভারত), আইডান সিভার (আয়ারল্যান্ড), নীতীন বাথি ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেনুডু ডি সিলভা (শ্রীলঙ্কা), বিজয় প্রকাশ মাল্লেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)।
ম্যাচ রেফারি থাকছেন যারা: রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), ডিন কস্কার (ইংল্যান্ড) ও ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া)।