×

খেলা

ভারতীয় ক্রিকেটে বদলের ডাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

ভারতীয় ক্রিকেটে বদলের ডাক

ছবি: সংগৃহীত

   

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। দায়িত্ব নেওয়ার পরই ম্যান ইন ব্লু’দের টেস্ট পারফরম্যান্সের দিকে নজর দিয়েছেন তিনি। এমনকি ভারতীয় ক্রিকেটে বদলের ডাক-ও দিয়েছেন দেবজিৎ।

রবিবার (১২ জানুয়ারি) সরকারিভাবে বিসিসিআই’র নতুন সচিব হিসেবে দেবজিৎ সাইকিয়ার নাম ঘোষণা হয়। এরপরই রোহিত শর্মা, বিরাট কোহলিদের টেস্ট পারফরম্যান্সের দিকে নজর দেন তিনি।

টেস্টে শেষ দুটি দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ম্যান ইন ব্লু’রা। দেশের মাটিতে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাস্কার সিরিজও হেরেছে রোহিতেরা। এবারই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। আর দুটি সিরিজেই খারাপ খেলেছেন রোহিত ও বিরাট। ফলে, লাল বলের ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তাদের অবসর নিয়েও নানান আলোচনা চলছে। তবে এসব পরিস্থিতি কীভাবে সামলানো যাবে, সেই দিকেই নজর দেবজিতের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিবের ভাষ্যমতে, ‘গত দুটি টেস্ট সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। গত দু’দিনে আমাদের অনেক কথা হয়েছে। যেখানে যেখানে আমাদের খামতি আছে, তা মেটাতে হবে। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আশা করছি, সমাধান বের হবে। ভারতের ক্রিকেটের উন্নতির জন্য যা যা বদল করতে হবে, করব।’

এদিকে বর্তমানে সাদা বলের ক্রিকেটে নজর দিচ্ছে ম্যান ইন ব্লুরা। চলতি মাসেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ রয়েছে তাদের। এরপর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে, আপাতত সেইদিকেই তাকিয়ে দেবজিৎ।

তিনি বলেন, ‘সামনে ইংল্যান্ড সিরিজ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আপাতত সে দিকেই আমাদের নজর রয়েছে। এই দুটি সিরিজে ভালো খেলতে হবে। আমরা একটা করে সিরিজ ধরে এগোতে চাই। জয় শাহ যে কাজ করে গিয়েছেন, সেই কাজটাই আমি এগিয়ে নিয়ে যেতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App