বড় সুসংবাদ পেলেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেঞ্চুরির পরদিনই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন লিটন দাস। উইকেটকিপার এই ব্যাটারকে দলে টেনেছে করাচি কিংস।
এদিকে টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনকে কিনেছে লাহোর কালান্দার্স। এর আগে, নাহিদ রানাকে দলে নেয় পেশাওয়ার।
এবারের পিএসএল ড্রাফটে মোট ৩৯ বাংলাদেশি রয়েছেন। সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম ছিল। তবে তাদের কেউই প্রথম ডাকে দল পাননি। প্রথম ডাকে দল না পেলেও সাকিব-মোস্তাফিজের সুযোগ শেষ হয়ে যায়নি। ড্রাফটের শেষদিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দল পেতে পারেন তারা।
এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, তানজিম সাকিবরা রয়েছেন। এখন দেখার বিষয়, তারা কেউ ডাক পান কিনা।