ইফতিখার-খুশদিলের ব্যাটে লড়াকু পুঁজি রংপুরের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
দলীয় ৩০ রানে জোড়া উইকেট হারানোর পর রংপুর রাইডার্সের বড় সংগ্রহ পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে চতুর্থ উইকেটে দুই পাকিস্তানি খুশদিল শাহ আর ইফতিখার আহমেদের শতরানের জুটিতে লড়াকু পুঁজিই গড়েছে রংপুর।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের পুঁজি দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স। ৩৫ বলে ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন খুশদিল শাহ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। দলীয় ১৯ রানে আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে ৮ বলে ১৩ রান করে ফেরেন ওপেনার স্টিভেন টেলর।
তিনে নেমে হাসান মাহমুদের ইয়র্কারে পরাস্ত হয়ে ১১ বলে ৭ রান করে ফেরেন সাইফ হাসান।
পাওয়ারপ্লেতে রাইডার্সদের একপ্রান্ত ধরে রেখেছিলেন ওপেনার তৌফিক খান। তবে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩০ বলে ৩৬ করে আবু হায়দারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনিও।
চতুর্থ উইকেটে জুটি গড়েন দুই পাকিস্তানি খুশদিল শাহ আর ইফতিখার আহমেদ। তাদের মারকুটে ব্যাটিংয়ে দলীয় একশ পেরোয় রংপুর। ইনিংসের ১৫তম ওভারে ৪ বলে নাসুম আহমেদকে ৪ ছক্কা হাঁকানো খুশদিল ২২ বলেই হাফ-সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন।
শেষদিকে ইনিংসের এক বল বাকি থাকতে ইফতিখারকে ফিরিয়ে ১১৩ রানের এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৩৬ বলে ৪৩ রান করে ফেরেন ইফতিখার। আর ৩৫ বলে খুশদিলের ৭৩ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় রংপুর।
খুলনার আবু হায়দার রনি আর হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।