×

খেলা

পিএসএলে খেলা নিয়ে রিশাদকে যা বলেছেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

পিএসএলে খেলা নিয়ে রিশাদকে যা বলেছেন তামিম

ছবি: সংগৃহীত

   

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দলে খেলছেন তামিম ইকবাল ও রিশাদ হোসেন। সিলেট পর্ব শেষে বর্তমানে চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ব্যস্ত তাদের দল ফরচুন বরিশাল। তবে এরই মাঝে সুখবর হয়ে এসেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। যেখানে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স, যে দলে আগেই খেলেছেন তামিম। আর দল পাওয়ার পর তরুণ এই লেগিকে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কিছু বিষয়ে ধারণা দিয়েছেন বরিশালের অধিনায়ক।

এর আগে, দুই দফায় দেশের বাইরে দল পেলেও নানান জটিলতায় পাড়ি জমানো হয়নি রিশাদের। এবার সবকিছু ঠিকঠাক থাকলে পিএসএলে পুরো মৌসুমেই ২২ বছর বয়সী এই স্পিনারকে দেখা যেতে পারে।

২০২০ আসরে পিএসএলে একাধিক শিরোপাজয়ী দলটির হয়ে দুটি এলিমিনেটর ম্যাচ ও ফাইনাল খেলেছিলেন তামিম। এর আগে, পেশাওয়ার জালমির হয়ে তিন মৌসুমে ১৭টি ম্যাচ খেলেছেন তামিম। তবে লাহোরের হয়ে সময়টা ভালো কাটেনি তামিমের। এরপরও ফ্র্যাঞ্চাইজি নিয়ে ধারণা তো আছেই।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে বরিশালের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে রিশাদ জানান, লাহোর দল নিয়ে তাকে ছোট্ট করে আশার কথা শুনিয়েছেন তামিম।

রিশাদের ভাষ্য, “তামিম (ভাই) আমাকে কালকে বলছিলেন যে ‘পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে।’ এটাই বলেছেন, তামিম (ভাই)।”

এদিকে এই দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি চলতি বিপিএলে বরিশালের হয়েই খেলেছেন। রিশাদকে আরো কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। তাই তরুণ এই লেগিকে দলে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা থাকতে পারে শাহিনের। রিশাদের দাবি, তিনি নিজেও কিছুটা আভাস পেয়েছিলেন।

তার ভাষ্যমতে, আমার এজেন্ট আমাকে বলেছিল যে পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম যে আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।

তবে পিএসএল নিয়ে এখনই অবশ্য ভাবতে নারাজ রিশাদ। বরং এখন বিপিএলেই সব মনযোগ দিচ্ছেন তিনি।

রিশাদ বলেন, “যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখব।”

এদিকে রিশাদ ছাড়াও এবারের ড্রাফট থেকে নাহিদ রানা এবং লিটন দাস দল পেয়েছেন। তবে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের মতো বেশ কজন আবার ড্রাফট থেকে হতাশ হয়ছেন। যদিও রিশাদের বিশ্বাস, পরের মৌসুমে বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার সংখ্যা আরো বাড়বে। 

রিশাদের ভাষ্য, “ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর আরো সুযোগ আসবে, তিন-চার জনের বেশি। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাইব যে ১২-১৫ জন, বাইরের লিগগুলো খেলব। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, আশা থাকবে, পরে আরো ভালো ভালো টুর্নামেন্ট খেলবে, আমাদের দেশের ক্রিকেটাররা।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App