ভেঙে গেল গার্দিওলার ৩০ বছরের সংসার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
-678643ea837cd.jpg)
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে মাঠের সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার। ১৮ বছর পর এই প্রথমবার একটানা পাঁচ ম্যাচে হেরেছে সিটি, যা কিনা ফুটবলার ও কোচ দুই ভূমিকাতেই গার্দিওলার ক্যারিয়ারে প্রথম। নতুন বছরে জয় পাবার আগে সবশেষ ১৩ ম্যাচে এক জয়ের বিপরীতে ৯টিতেই হেরেছে তার দল।
এর মাঝেই এলো ব্যক্তিগত বিপর্যয়ের সংবাদ; গুঞ্জন উঠেছে ভেঙেছে গার্দিওলার ৩০ বছরের সংসার! স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পিরিওডিকো’ এবং যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’ এই তথ্য জানিয়েছে।
২০১৪ সালে ক্রিস্টিনা সেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গার্দিওলা। তবে ১৯৯৪ সালেই তাদের যৌথযাত্রা শুরু হয়। এর ২০ বছর পর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে গাঁটছড়া বাধেন স্প্যানিশ এই মাস্টারমাইন্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম শুরুতে তাদের বিচ্ছেদের খবরটি প্রথম সামনে এনেছে। এরপর টেলিগ্রাফের পক্ষ থেকে ম্যানসিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তারা।
জানা গেছে, গার্দিওলা-ক্রিস্টিনার সংসারে মারিয়া (২৪), মারিয়াস (২২) ও ভ্যালেন্টিনা (১৭) নামে তিন সন্তান রয়েছে। কোচিংয়ের সুবাদে গার্দিওলা ম্যানচেস্টারে থাকলেও সন্তানদের নিয়ে বার্সেলোনায় থাকছেন স্ত্রী। গেল বছর তাদের কিছু ছবি প্রকাশ্যে এসেছিল। এরপর ডিসেম্বরেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে দাবি সংবাদমাধ্যমের। যদিও এ প্রসঙ্গে তাদের বন্ধু এবং স্বজন কেউই কোনো মন্তব্য করেননি।
গত বছরের জানুয়ারিতে নিজের স্ত্রীকে নিয়ে গার্দিওলা বলেছিলেন, ‘বিশ্বের বিভিন্ন দিক থেকে আমার স্ত্রী সবচেয়ে সেরা, বিশেষত ফ্যাশন বিষয়ে। সে সাধারণত আমাকে বলে, এটি পরো না এবং এটি পরো, আমি সেটাই অনুসরণ করি। আমি এটা বোঝার মতো স্মার্ট যে যখন কেউ আমার কোনো বিষয়ে আমার চেয়ে ভালো জানে, তবে তার পরামর্শ মানা উচিত।’
অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, গত ডিসেম্বরে নিজেদের দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন গার্দিওলা ও ক্রিস্টিনা। কেবল তাদের নিজস্ব বলয়ের কিছু মানুষই এই বিচ্ছেদ বিষয়ে জানতেন।