দুই গোলে এগিয়ে থেকেও সিটির ড্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম
-6787213ba48a4.jpg)
ছবি: সংগৃহীত
গত বছরের শেষদিকে লিগে টানা ৬ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এভারটনের সঙ্গে ড্রয়ের পর লেস্টার সিটি আর ওয়েস্ট হ্যামকে হারিয়েছিল তারা। কিন্তু ব্রেন্টফোর্ডের কাছে ফের পয়েন্ট হারাল পেপ গার্দিওলার দল। সেটাও কি-না শুরুতে এগিয়ে থেকেও।
ফিল ফোডেনের জোড়া গোলে জয়ের সুবাসই পাচ্ছিল সিটিজেনরা। কিন্তু, শেষদিকে প্রত্যাবর্তনের গল্প লিগে লিগ চ্যাম্পিয়নদের রুখে দেয় ব্রেন্টফোর্ড। ইয়োয়ান মুসার পর ক্রিস্টিয়ানের নৈপুণ্যে ২-২ সমতা নিয়ে মাঠ ছেড়েছে ব্রেন্টফোর্ড।
ম্যাচের প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি সিটিজেনরা। বিরতি থেকে ফেরার পর ৫০তম মিনিটে ডেডলক ভাঙার দ্বারপ্রান্তে ছিলেন উইঙ্গার সাভিনহো। তবে শেষমেশ পোস্টে আঘাত হানে তার সেই শট।
দুই মিনিট পর সহজ সুযোগ মিস করেন আর্লিং হল্যান্ডও। সরাসরি গোলকিপারের কাছে হেড করে বসেন নরওয়েজিয়ান এই তারকা।
অবশেষে ম্যাচের ৬৬তম মিনিটে ব্রেক থ্রু আসে। কেভিন ডি ব্রুইনার কাছ থেকে পাওয়া বলে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন ফোডেন। ১২ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ম্যাচটা একভাবে শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ মিনিটে ম্যাচের আমেজ ফেরান ব্রেন্টফোর্ডের ভিসা। ক্লোজ শটে ব্যবধান কমান তিনি।
এরপর-ও লিড ধরে রাখার চেষ্টা চালিয়েছিল ম্যানসিটির ডিফেন্ডাররা। কিন্তু ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ডেনমার্কের নোগরার্দের দলকে সমতায় ফেরান। এতে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ে ২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ষষ্ঠস্থান সিটি। লিভারপুলের চেয়ে এখনও ১২ পয়েন্টে পিছিয়ে। একই দিন নটিংহাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।। আর ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে ব্রেন্টফোর্ড।