বিপিএল শেষ কর্নওয়ালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
-67874cb16bfd3.jpg)
ছবি: সংগৃহীত
চলতি বিপিএলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্যারিবীয় ক্রিকেটার রাহকিম কর্নওয়াল। সিলেট স্ট্রাইকার্সের ডেরায় ছিলেন দীর্ঘদেহী এই ক্রিকেটার। তবে চোটের কারণে বিপিএল শেষ না করেই ফিরতে হচ্ছে তাকে। ফলে, চলতি আসরে তাকে আর দেখা যাবে না।
সময়মতো বিপিএলে পাড়ি জমালেও এই অলরাউন্ডারের খুব বেশি ম্যাচ খেলা হয়নি। অসুস্থতার কারণে প্রথম ম্যাচে তাকে খেলায়নি সিলেট। দ্বিতীয় ম্যাচের একাদশেও ছিলেন না। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে ১৮ রানের পাশাপাশি বল ঘুরিয়েও এক উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর ঢাকার বিপক্ষে সুযোগ পেয়ে ৩ উইকেট শিকার করলেও ব্যাট হাতে সময়টা ভালো কাটেনি তার। আর খুলনার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর একাদশ থেকে জায়গা হারান তিনি।
এবার সিলেট পর্ব শেষে জানা গেল, চোটের কারণে এই মৌসুমে তার আর খেলাই হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। কর্নওয়ালের একটি ভিডিও পোস্ট করে দলটি লিখেছে, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ-চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’
কর্নওয়ালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সুস্থতা কামনাও করেছে তারা। সিলেট স্ট্রাইকার্সের ভাষ্যমতে, ‘মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি, দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ তোমাকে মিস করবে।’
এবারের বিপিএলে সিলেট দলে তেমন বড় নাম নেই। ফলে পল স্টার্লিং, জর্জ মানসি, রিস টপলিরা থাকলেও কর্নওয়ালকে হারানো দলটির জন্য বেশ বড় ক্ষতিই বটে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুই জয়ের বিপরীতে চারটিতেই হেরেছে তারা।