রাজশাহীর পারিশ্রমিক জটিলতা, মুখ খুললেন মেহেরাব অপি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত
পারিশ্রমিক বকেয়া ইস্যুতে নতুন বিতর্কের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যে কারণে অনুশীলন বর্জন করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ফলে, ফ্র্যাঞ্চাইজিটির সামগ্রিক কার্যক্রম বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। উপায় না পেয়ে, বিসিবিও এ নিয়ে হস্তক্ষেপ করেছে।
অবশ্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালেই অনুশীলনে ফিরেছেন দলটির ক্রিকেটাররা। আর রাজশাহীর অব্যবস্থাপনা নিয়ে অনুশীলন শেষে কথা বলেন দলটির ম্যানেজার মেহেরাব হোসেন অপি।
তার ভাষ্য, পারিশ্রমিকের জন্যই ক্রিকেটাররা খেলে। বিপিএল তাদের আয়ের বড় উৎস। ৩ জানুয়ারি পেমেন্ট হওয়ার কথা ছিল। খেলার মাঠেই তার (মালিক) স্ত্রী অসুস্থ হন। বুকে বলের আঘাত লাগে। তিনি দেশের বাইরে যাওয়ায় পেমেন্ট দেরি হয়। গতকাল কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন, আজকের মধ্যেই ২৫ শতাংশ পেমেন্ট হয়ে যাবে।
পারিশ্রমিকের ৫০ শতাংশ অর্থ আজই পাচ্ছেন ক্রিকেটাররা দাবি করে অপি আরো জানান, পেমেন্ট হয়ে যাওয়া মাত্রই, খেলোয়াড়দের আয়ের উৎস ভালো থাকলে মাঠে পারফরম্যান্সে প্রতিফলন ঘটে। আগামীতে ইনশাআল্লাহ পথচলা যাতে সুন্দর হয়।
এদিকে পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেটাররা অনুশীলন বয়কট করলেও ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল বিশ্রাম। এ প্রসঙ্গে অপি জানান, বিপিএল আয়ের উৎস, আয় না থাকলে মান-অভিমান চলে আসে। সেখান থেকে খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তাদের বিশ্রামের জন্যই বলেছিলাম। পরে যেটা হয়েছে, তা আমরাও চাইনি।