×

খেলা

ঢাকাকে হতাশ করে শীর্ষ দুইয়ে বরিশাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

ঢাকাকে হতাশ করে শীর্ষ দুইয়ে বরিশাল

ছবি: সংগৃহীত

   

তানজিদ হাসান তামিমের হাফ-সেঞ্চুরিতে সম্মানসূচক পুঁজি পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। জবাবে তামিম ইকবালের ফিফটি সহজ জয় ছিনিয়ে নিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে উঠল বরিশাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক ৩ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল।

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে বরিশালকে খুব একটা বেগ পোহাতে হয়নি। দলীয় ৮ রানে ৩ বলে ২ রান করে নাজমুল হোসেন শান্ত বিদায় নিলেও তামিম ইকবালের সঙ্গে বাকি পথটা পাড়ি দেন ডেভিড মালান। 

কিন্তু জয় থেকে মাত্র ১৫ রান দূরে থাকতে ৬ চার ও এক ছক্কায় ৪৮ বলে ৬১ রান করে থামেন তামিম। আর ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মালান। এ ছাড়া জাহান্দাদ খানের ব্যাট থেকে জোড়া ছক্কায় ৪ বলে ১৩ রান এসেছে।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ব্যক্তিগত ১৩ রানে লিটন ফেরার পর মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, থিসারা পেরেরা, মোসাদ্দেক হোসেন ও নামিবিয়ান ক্রিকেটার জেপি কটজের কেউই ক্রিজে থিতু হতে পারেননি। এর মধ্যে ডাক খেয়ে প্যাভিলিয়নে ফেরেন মুনিম ও পেরেরা। এ ছাড়া সাব্বির এক ছক্কায় ১০ বলে ১০, মোসাদ্দেক এক ছক্কায় ১১ বলে ১১ রানে সাজঘরে ফেরেন। 

তবে স্রোতের বিপরীতে হেঁটে ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ। ২ চার ও ৪ ছক্কায় এই ইনিংস সাজান তিনি।

শেষদিকে ১৬ বলে ২২ রান করেন ফরমানউল্লাহ সাফি। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে না পারায় ১৯ দশমিক ২ ওভারে অলআউট হবার আগে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।

বরিশালের হয়ে তানভীর তিনটি, ফাহিম দুটি এবং জাহান্দাদ, রিপন ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট শিকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App