যতদিন সম্ভব খেলা চালিয়ে যাবেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও যতদিন সম্ভব, খেলা চালিয়ে যাবেন তামিম ইকবাল। ডিপিএল, বিপিএলের পাশাপাশি সাবেকদের টুর্নামেন্টেও খেলবেন তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অবসরের পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি।
গুঞ্জন আছে, শিগগিরই বিসিবিতে আসতে পারেন, তার আসার ইচ্ছেও আছে। তবে এ নিয়ে কথা বলতে নারাজ সাবেক এই অধিনায়ক।
তার ভাষ্যমতে, এ মুহূর্তে নেই বলার মতো অবস্থায়। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব, যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে, ওটা খেলব। যদি ফিট থাকি, বিপিএল খেলব। যতটুক পারি, খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।'
দলের কম্বিনেশন নিয়ে তামিম বলেন, সঠিক কম্বিনেশন কী এখনও বলা কঠিন। ৬ ম্যাচ হয়ে গেছে। সামনের ম্যাচগুলোতেও দেখবেন কিছু পরিবর্তন আসবে। প্রতিটি দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম ২-৩ ম্যাচে দল একই রকম ছিল। এরপর দুটো বড় পরিবর্তন ছিল মেয়ার্স ও শাহীন। আজকের ম্যাচের জন্য কম্বিনেশন ভালো ছিল। কাল হয়ত ভিন্ন কিছু দেখবেন।