ঋষভ পন্ত অনিশ্চিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে ভারতের একাদশ?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন ১৫ জন ক্রিকেটার। মাঠে নামতে পারবেন ১১ জন। সাজঘরে থাকতে হবে বাকি চারজনকে। দলের ব্যাটিং গভীরতা এবং বোলিং বৈচিত্র্যের কথা মাথায় রাখা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, জাসপ্রিত বুমরাহর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। তবু তাকে দলে রাখা হয়েছে ফিট হয়ে যাবেন ধরে নিয়ে। দলে ব্যাটিং, বোলিংয়ে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণও। ১৫ জনের মধ্যে কোন ১১ জন খেলবেন ভারতের জার্সি গায়ে? দেখে নেয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ।
টপঅর্ডার
অধিনায়ক রোহিত এক দিনের ক্রিকেটেও ওপেন করেন। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। স্বাভাবিকভাবে দু’জনই থাকবেন প্রথম একাদশে। তারাই দলের ইনিংস শুরু করবেন। তিন নম্বর জায়গা নিয়ে সংশয় থাকার কথা নয়। ভারতীয় দলে এখনো বিরাট কোহলির কোনো বিকল্প নেই।
মিডলঅর্ডার
ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরে দেখা যেতে পারে শ্রেয়াস আইয়ারকে। গত এক দিনের বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছিলেন শ্রেয়াস। ঘরোয়া ক্রিকেটেও ফর্মে রয়েছেন। তাই তাকেই দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চার নম্বরে। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে খেলতে পারেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ওয়ানডে বিশ্বকাপের মতো। আবার দ্রুত একাধিক উইকেট পড়ে গেলে রাহুল পরিস্থিতি সামলাতে পারবেন। ঋষভ পন্তকে সে ক্ষেত্রে সম্ভবত সাজঘরে বসতে হবে।
অলরাউন্ডার
প্রথম একাদশে তিনজন অলরাউন্ডার থাকতে পারেন। ব্যাটিংঅর্ডারের ছয়, সাত ও আট নম্বরে খেলতে পারেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। শনিবার রোহিত বলেছেন, যে অলরাউন্ডাররা দলে রয়েছেন, তারা বিশেষজ্ঞ ব্যাটার বা বিশেষজ্ঞ বোলার হিসেবে খেলতে পারেন। এতে দলের ব্যাটিংয়ের গভীরতা বৃদ্ধি পাবে। আবার বোলিংয়েরও বৈচিত্র্য বাড়বে। দলের ভারসাম্য বৃদ্ধির জন্য তিন অলরাউন্ডার থাকবেন প্রথম একাদশে।
বোলার
প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের জন্য। জাসপ্রিত বুমরাহ খেলতে পারবেন ধরে নেয়া যায়। চিকিৎসকদের ইতিবাচক ইঙ্গিত না থাকলে তাকে দলে রাখা হতো না। তার খেলা নিয়ে কোনো প্রশ্ন নেই। নতুন বলে তার সঙ্গী হবেন মোহাম্মদ শামি। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন কুলদীপ যাদব। ব্যাটিং অর্ডারের ৯ নম্বরে নামবেন কুলদীপ। তার পর ১০ নম্বরে শামি এবং শেষে বুমরাহ ব্যাট করতে নামবেন।
হার্দিক বা বুমরাহ ১০ ওভার বল করতে না পারলে ছয়জন বোলার প্রয়োজন হবে বা কেউ মার খেয়ে গেলেও সমস্যা হতে পারে। তাই এমন ছয়জন ক্রিকেটার দলে থাকবেন, যারা বল করতে পারেন। অলরাউন্ডার বেশি থাকায় দলের আট নম্বর পর্যন্ত ব্যাটারও থাকবে। ভারতীয় দলের ম্যাচগুলো হবে দুবাইয়ে। তাই তিন স্পিনার থাকা অস্বাভাবিক নয়।
ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।