×

খেলা

‘মেজাজ হারানো’ নিয়ে নিজের ব্যাখ্যা দিলেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

‘মেজাজ হারানো’ নিয়ে নিজের ব্যাখ্যা দিলেন তামিম

ছবি: সংগৃহীত

   

সাম্প্রতিক সময়ে তামিম ইকবালের মেজাজ হারানো যেন রীতিমত অভ্যাসে পরিণত হয়ে দাঁড়িয়েছে। কখনো প্রতিপক্ষ, কখনো সতীর্থ আবার কখনো ম্যানেজমেন্ট দেশসেরা এই ওপেনারের মেজাজ হারানোর সাক্ষী হয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে বহু আলোচনা চলছে।

রংপুর রাইডার্সের বিপক্ষে অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে কথা যুদ্ধে জড়িয়েছিলেন তামিম। স্ট্যাম্প মাইকের সুবাদে দর্শকরাও তার মেজাজ হারানো কথা শুনেছেন। আবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেরিতে মঞ্চে ওঠায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেননি তামিম– এমন ঘটনাও রয়েছে।

সবশেষ চিটাগাং কিংসের বিপক্ষে তামিমের মেজাজ হারানোর ঘটনা দেখা গেছে। আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপরই তার রাগ্বানিত চাহনি দেখেছে ক্রীড়াপ্রেমীরা। এই অবস্থায় মালানকেও কিছু একটা বলতে দেখা যায়। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যম সরব ছিল।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তামিম।

তার ভাষ্য, ‘অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এ রকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এ রকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।’

তামিম যোগ করেন, ‘টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’ 

ফেসবুকে তামিম লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না, এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App