×

খেলা

নেতৃত্ব হারালেন বিজয়, নতুন অধিনায়ক পেলো রাজশাহী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

নেতৃত্ব হারালেন বিজয়, নতুন অধিনায়ক পেলো রাজশাহী

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব করছিলেন। তবে তার উপর চাপ কমাতে আসরের বাকি ম্যাচগুলোর জন্য পেসার তাসকিন আহমেদের হাতে নেতৃত্বভার তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি৷ সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ।

চলমান বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন বিজয়। খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজিটির চাওয়া, ব্যাটিংয়ে আরো মনোনিবেশ করুন বিজয়। এজন্য তাসকিনকে অধিনায়ক করেছে তারা।

এ বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, 'দুর্বার রাজশাহী আপনাদের সবাইকে জানাতে চায় যে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আমাদের অধিনায়ক এনামুল হক বিজয়কে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য একটু জায়গা দিতে। এ কারণে আমরা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য আমাদের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের নাম ঘোষণা করছি।' 

দলটি আরো জানায়, 'টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩২৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়। গত ১৯ জানুয়ারি খুলনার বিপক্ষে ম্যাচে ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, আবেগাপ্লুত হয়ে পড়েন এনামুল। ফলে ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার কেবল ব্যাটিংয়ে মনোনিবেশ করা উচিত, যা তাকে মানসিকভাবে সতেজ রাখতে এবং প্লে-অফে দলের যোগ্যতা অর্জনের লক্ষ্যে আরো বেশি মনোযোগ দিতে সাহায্য করবে।' 

বিজয়কে চাপমুক্ত রাখতে তাসকিনকে অধিনায়ক করেছে দলটি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এবারের আসরে অন্যতম সেরা পারফর্মার পেসার তাসকিন। এক ম্যাচেই শিকার করেছিলেন ৭ উইকেট। 

এই পেসারের অর্জন মনে করিয়ে দিয়ে রাজশাহী জানিয়েছে, '৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তাসকিন টুর্নামেন্টের আরেক সেরা পারফর্মার-এই বিপিএলে এখন পর্যন্ত যেকোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। আমরা আন্তরিকভাবে আশা করি যে তাসকিন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই দলকে এগিয়ে নিতে সক্ষম হবেন, যাতে টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জন করা যায়।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App