গাড়ি দুর্ঘটনায় মাশরাফির মারা যাওয়ার খবর ভুয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম
-678e593a151b5.jpg)
ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা মারা গেছেন বলে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য ছড়াচ্ছেন। সেখানে দাবি করা হচ্ছে, দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ম্যাশ।
তবে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার জানিয়েছে, মাশরাফীর মারা যাওয়ার দাবিটি সঠিক নয়, বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফীর দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি রিউমর স্ক্যানারের অনুসন্ধানী দল।
প্রসঙ্গত, গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাশরাফীকে জনসমক্ষে দেখা যায়নি। সরকার পতনের পরপরই ম্যাশের নড়াইলের বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। গত কয়েক মাসে হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মাশরাফীর বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছে।
এদিকে বিপিএলের চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও এখনো মাঠে নামা হয়নি ম্যাশের। এর আগে দলটির কোচ মাহমুদ ইমন দাবি করেছিলেন, ফিটনেসের কারণে তাকে এখনো বিপিএলে দেখা যায়নি।
বিপিএল শুরুর আগে মাশরাফীকে নিয়ে সিলেট কোচ বলছিলেন, ‘সে এখনো আমাদের স্কোয়াডে আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফী। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’