অন্য লিগ বাদ দিয়ে কেন বিপিএলে, জানালেন থিসারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
-678e65e34a590.jpg)
ছবি: সংগৃহীত
জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্বে একসঙ্গে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলমান থাকে। এসব লিগ নিয়ে উন্মাদনারও কমতি নেই। ফলে, স্বাভাবিকভাবেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের আগ্রহ কমেছে। তবে এর মধ্যেও কেউ কেউ ব্যতিক্রম আছেন, যারা অন্য লিগ বাদ দিয়ে বিপিএলকেই বেছে নেন।
এমনই একজন থিসারা পেরেরা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন লঙ্কান এই ক্রিকেটার। যদিও চুক্তির সময় জানতেন না এত বড় দায়িত্ব পাবেন তিনি। সে যা-ই হোক, কেন বিপিএলকে বেছে নিলেন থিসারা; এবার সেটাই জানালেন তিনি।
তার ভাষ্য, 'এটা বাংলাদেশের বোর্ড উত্তর দিবে, আমি দিতে পারব না। অনেক ইংলিশ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার বিপিএলে এসেছে। ৪-৫টি লিগ একই সময়ে এলে স্বাভাবিকভাবেই খেলোয়াড় ভাগ হয়ে যায়।'
পেরেরা বলেন, 'একেকজনের ভাবনা একেক রকম, এ কারণে এখানে এসেছি। অন্য লিগ থেকেও আমি প্রস্তাব পেয়েছিলাম। বিপিএল অনেক আগেই খেলোয়াড়দের সাথে চুক্তি করে, সব কিছু সেরে রাখে, এ কারণেই এখানে আসি। অন্য লিগ নিয়ে ভাবছি না, এই লিগ নিয়েই আমরা ভাবছি।
উল্লেখ্য, সোমবার (২০ জানুয়ারি) সাগরিকায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছিল ঢাকা। জবাবে ১৯০ রানের বেশি করতে পারেনি সিলেট।