×

খেলা

বিপিএলে প্লে–অফ খেলতে কোন দলকে কী করতে হবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

বিপিএলে প্লে–অফ খেলতে কোন দলকে কী করতে হবে

ছবি: সংগৃহীত

   

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্বের লড়াই। টানা ৮ জয়ে এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে বাকি তিনটি জায়গার জন্যও এখনো লড়াইয়ে টিকে আছে বাকি ৬টি দল। ৪২ ম্যাচের লিগ পর্বের ২৮ ম্যাচ শেষে জেনে নেওয়া যাক, প্লে-অফ নিশ্চিতে কার সামনে কী সমীকরণ_ 

চিটাগং কিংস: ৮ ম্যাচে ৫ জয়ে প্লে-অফের খুব কাছে চিটাগং কিংস। আগামী বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে হারালে প্লে-অফে এক পা দিয়ে রাখবে তারা। বাকি থাকা ৪ ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই প্লে-অফে পা রাখবে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন দলটি। বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ ঢাকা, রাজশাহী, সিলেট এবং বরিশাল।  

ফরচুন বরিশাল: এবারও দারুণ ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে তারা। তবে এখনো ৫ ম্যাচ বাকি তাদের। এর মধ্যে দুটিতে জিতলেই শেষ চার নিশ্চিত করবে তারা। তাদের প্রতিপক্ষ ঢাকা, সিলেট, চিটাগং এবং খুলনা। এর মধ্যে খুলনার বিপক্ষে দুই ম্যাচ খেলবে তামিম ইকবালের দল।  

খুলনা টাইগার্স: ৭ ম্যাচে ৩ জয় নিয়ে চতুর্থস্থানে খুলনা টাইগার্স। বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে অন্তত তিনটি জিততে হবে মেহেদী হাসান মিরাজদের। হারলেই অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে।

দুর্বার রাজশাহী: ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে দুর্বার রাজশাহী। ফলে, প্লে-অফে তাদের খেলার সম্ভাবনা খুবই কম। বাকি তিন ম্যাচের মধ্যে কমপক্ষে দুটি জিতলে সমীকরণের মারপ্যাঁচে শেষ চারে উঠতে পারে তাসকিন আহমেদের দল। এর মধ্যে দুটি ম্যাচই শক্তিশালী রংপুরের বিপক্ষে, যারা এখনো চলতি আসরে অপরাজিত।  

ঢাকা ক্যাপিটালস: ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট ঢাকার। প্লে-অফে যেতে বাকি তিন ম্যাচে জয় পেতেই হবে তাদের। প্রতিপক্ষ হলো চিটাগং, বরিশাল এবং খুলনা। সবগুলোই পয়েন্ট টেবিলের উপরের দল।

সিলেট স্ট্রাইকার্স: ঢাকার সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট। বাকি ৪ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাদের। বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ খুলনা, বরিশাল, রাজশাহী এবং চিটাগং।

রংপুর রাইডার্স: ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। বাকি ৪ ম্যাচে কোনো জয় না পেলেও তাদের সমস্যা হবে না। তবে শীর্ষ দুইয়ে থাকতে আরো একটি জয় প্রয়োজন দলটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App