চলতি সপ্তাহেই লেস্টার সিটি ছাড়ছেন হামজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত
দলবদলের বাজারে ফ্যাব্রিজিও রোমানো বেশ বিশ্বস্ত। এই সাংবাদিকের নজর এড়িয়ে ফুটবলে দলবদল ঘটছে, সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা হয়নি। তিনিই এবার বাংলাদেশি দর্শকদের বড় বার্তা পাঠালেন। ইংলিশ প্রিমিয়ার লিগে লাল-সবুজের প্রতিনিধি হামজা চৌধুরীর দলবদল প্রাথমিকভাবে নিশ্চিত বলে জানালেন এই ইতালিয়ান সাংবাদিক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইট করে রোমানো জানালেন, চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেই ফেলেছে দুই পক্ষ। লেস্টার সিটির কোচ র্যুড ভ্যান নিস্টেলরয় নিজেই জানিয়েছেন, চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসদের জার্সিতে দেখা যাবে হামজাকে।
অনেক দিন ধরেই, শেফিল্ড ইউনাইটেডের নজরে ছিলেন হামজা চৌধুরী। চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা। আর বেতনাদি পরিশোধ করবে শেফিল্ডই। রোমানোর সেই টুইট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মাঝে দলবদল চূড়ান্ত হবে।