×

খেলা

চ্যাম্পিয়নস ট্রফিতে হবে না উদ্বোধনী অনুষ্ঠান, নেপথ্যে ২ দেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:০৯ এএম

চ্যাম্পিয়নস ট্রফিতে হবে না উদ্বোধনী অনুষ্ঠান, নেপথ্যে ২ দেশ

ছবি: সংগৃহীত

   

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে মাঠে গড়াবে। কেননা, আয়োজক পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না। আসর শুরুর আগে অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনেও যেতে রাজি হননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। অবশেষে সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে না। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে।

অবশ্য অধিনায়কদের অনুষ্ঠানটি করতে চেয়েছিল পিসিবি। কিন্তু রোহিতসহ একাধিক অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। সেই তালিকায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কও রয়েছেন।

ক্রিকবাজ জানিয়েছে, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করেছে। সূচি অনুযায়ী, ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফি শুরুই হবে ১৯ ফেব্রুয়ারি।

বর্তমানে ভারত সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে ইংলিশরা। এই সিরিজ শেষে দলকে ৭ দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি। আগামী ১২ ফেব্রুয়ারি ভারত সিরিজ শেষ হবে ইংল্যান্ডের।

শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। পাকিস্তানে যাওয়ার আগে তারাও মাত্র ৪ দিনের বিশ্রাম পাচ্ছে। পাকিস্তানে প্রস্তুতি ম্যাচও খেলবে না অজিরা। প্রতিটি দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল। সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতেই খেলতে চাইছে তারা।

উদ্বোধনী অনুষ্ঠানও ঠিক একই কারণে হবে না। নাম না প্রকাশের শর্তে আইসিসির একজন কর্মকর্তা বলেছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাযথ সময়ে না আসায় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে এই টুর্নামেন্টের। আসরের উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

এদিকে আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App