×

খেলা

‘তিন মোড়লের’ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে ব্যর্থ পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

‘তিন মোড়লের’ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে ব্যর্থ পাকিস্তান

ছবি: সংগৃহীত

   

অনেক জল্পনা-কল্পনার পর পাকিস্তানেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যদিও হাইব্রিড ফরম্যাটে। তবে সে বিষয়টাও পাকিস্তান খুব নিখুঁতভাবে করতে পারছে কই। আইসিসির ‘রেওয়াজ’ পালন করতে আগ্রহী ছিল পিসিবি। তবে ‘তিন মোড়ল’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অনুপস্থিতিতে তা আর করতে পারছে না তারা।

কী সে আয়োজন?

আইসিসি ইভেন্টের আগে সাধারণত অধিনায়কদের নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনার পাশাপাশি থাকে ফটো সেশন ও অনেকেই আলোচনা করেন এ সম্পর্কে। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে সেই আড্ডা এবং উদ্বোধনী অনুষ্ঠান আর অনুষ্ঠিত হবে না। পাকিস্তানের সংবাদমাধ্যম ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে।

এই অনুষ্ঠানের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো প্রস্তুতি নিয়েছিল। তবে অধিনায়কদের সঙ্গে আলোচনা করার সময় ঠিকমতো মেলেনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে আসবেন না, যা টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে। তাছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ককেও পাওয়া যাবে না।

এ বিষয়ে পিসিবির সূত্র জানায়, ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে, যেখানে চ্যাম্পিয়নস ট্রফির সূচনা হবে ১৯ ফেব্রুয়ারি। ইংল্যান্ড বর্তমানে ভারত সফরে রয়েছে এবং তাদের সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি, এরপর ৭ দিনের বিশ্রাম নিতে চায় তারা। অন্যদিকে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় তাদের টেস্ট সিরিজ শেষ করবে ১৪ ফেব্রুয়ারি এবং পাকিস্তানে যাওয়ার আগে ৪ দিনের বিশ্রাম পাবে। তারা কোনো প্রস্তুতি ম্যাচও খেলবে না এবং সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতেই অংশগ্রহণ করবে।

পিসিবি ও আইসিসি আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাসময়ে পাকিস্তানে পৌঁছাতে না পারায় উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। যদিও পাকিস্তান পূর্বে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, ক্রিকবাজের সূত্রে জানা গেছে যে আইসিসি বা পিসিবি কেউই উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেয়নি।

তবে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও পিসিবি টুর্নামেন্ট ঘিরে বিভিন্ন আয়োজন করতে চায়। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশেষ কোনো আয়োজন করার পরিকল্পনা রয়েছে পিসিবির।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App