৬ গোল দেয়া আর্জেন্টিনার যে উপকার করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম
-679cb4dd684ff.jpg)
ছবি: সংগৃহীত
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল ব্রাজিলের ছেলেরা। সে ম্যাচের দুঃখ ভুলে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে সেলেসাওরা। বলিভিয়ার বিপক্ষে ২–১ গোলে জয়ের পর শুক্রবার (৩১ জানুয়ারি) ইকুয়েডরের বিপক্ষে ৩–২ গোলে জিতেছে তারা।
এই দুই জয়ে নিজেদের পাশাপাশি আর্জেন্টিনারও উপকার করেছে সেলেসাওরা। ব্রাজিলের এ জয় আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে প্রতিযোগিতার পরের রাউন্ডে।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে ৬–০ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা ১–১ ড্র করেছিল কলম্বিয়ার সঙ্গে। নিজেদের তৃতীয় ম্যাচে বলিভিয়াকে ১–০ গোলে হারায় তারা। সব মিলিয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকলেও ফাইনাল রাউন্ড তখনো চূড়ান্ত হয়নি। তবে আর্জেন্টিনার পরের রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিলের জয়। বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট ৩ ম্যাচে ৭।
আর্জেন্টিনার মতো পরের পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া ও ব্রাজিল। ৩ ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্টও ৭।
৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ব্রাজিলে পয়েন্ট এখন ৬। পরের ম্যাচে আর্জেন্টিনাকে হারালে ইকুয়েডরের পয়েন্টও হবে ৬। কিন্তু মুখোমুখি লড়াইয়ের এগিয়ে থাকায় পরের পর্ব নিশ্চিত ব্রাজিলের।