শ্রীলঙ্কাকে রেকর্ড হারের লজ্জা দিলো অস্ট্রেলিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত
উসমান খাজার ডাবল সেঞ্চুরি ও স্টিভেন স্মিথ-জশ ইংলিসের সেঞ্চুরির ওপর ভর করে ব্যাটিংয়ে কাজটা আগেই সেরে রেখেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়া অজিরা, শ্রীলঙ্কাদের প্রথম ইনিংসে ১৬৫ রানে গুটিয়ে ফলো অনের লজ্জায় ফেলে।
এরপর চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই স্পষ্ট হয়ে যায় সব কিছু। লঙ্কানদের ফলোঅনে পাঠানোর পর দ্বিতীয় ইনিংসেও স্থায়ী হয়নি স্বাগতিকদের প্রতিরোধ। প্রথম টেস্টে তাদের এক ইনিংস ও ২৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা টেস্টে লঙ্কানদের সবচেয়ে বড় হারের নজির।
আগের বাজে হারটি ছিল ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে। সেবার এক ইনিংস ও ২৩৯ রানে হারে শ্রীলঙ্কা। এটা আবার লঙ্কানদের বিপক্ষে অজিদের সবচেয়ে বড় জয়।
ফলোঅনে পাঠানোর পর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৪৭ রানেই গুটিয়ে গেছে। যার পেছনে অন্যতম অবদান বামহাতি স্পিনার ম্যাথু কুনেমানের। এই ইনিংসে নিয়েছেন ৪টি উইকেট। মোট দুই ইনিংসে ৯টি উইকেট নিয়েছেন তিনি। তাছাড়া আরেক অফস্পিনার নাথান লায়নও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন সমান ৪ উইকেট।
বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৬ রানে দিন শেষ করে লঙ্কান দল। কিন্তু চতুর্থ দিনে খেলতে নামলে ৪৫ মিনিটে শেষ হয় দলটির ইনিংস। ৯ রানে হারায় বাকি ৫ উইকেট! প্রথম ইনিংসে তারা অলআউট হয় ১৬৫ রানে। কুনেমান একাই নেন ৫ উইকেট। তিনটি নেন লায়ন। দুটি নিয়েছেন মিচেল স্টার্ক।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে খেলতে নামলে লাঞ্চের আগেই হারায় তিন উইকেট। দুই ইনিংস মিলে প্রথম সেশনে পড়েছে মোট ৮ উইকেট। তার পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস (৩২), অ্যাঞ্জেলো ম্যাথুজ (৪১), ধনাঞ্জয়া ডি সিলভা (৩৯), কুশল মেন্ডিস (৩৪)। যদিও সেসব বেশিক্ষণ স্থায়ী ছিল না।
লেগ স্পিনার জেফরে ভ্যান্ডারসে অবশ্য দ্রুত গতিতে হাফসেঞ্চুরি উপহার দিয়েছেন। তার আউটেই শেষ হয় লঙ্কানদের ইনিংস। ভ্যান্ডারসের ৪৭ বলের ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কার মার। তিনি আউট হন ৫৩ রানে।