×

খেলা

ভালোবাসায় অশ্রুসিক্ত নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

ভালোবাসায় অশ্রুসিক্ত নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন

ছবি: সংগৃহীত

   

চোটের জন্য গত কয়েক মাস ধরে মাঠে বাইরে নেইমার। ২০২৩ সালে আল হিলালে যোগ দেওয়ার পর সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলেছেন ৭টি ম্যাচ। হতাশ আল হিলাল কর্তৃপক্ষ নেইমারকে রাখতে চায়নি। তিনি ফিরে গিয়েছেন ছোটবেলার ক্লাব সান্তোসের।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত স্যান্তোসের হয়ে খেলেন নেইমার। ব্রাজিলের ক্লাবটির হয়ে ১৭৭টি ম্যাচে ১০৭টি গোল রয়েছে তার। তার আগে ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ছিলেন সান্তোসের জুনিয়র দলের সদস্য। সেখান থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। পিএসজি, আল হিলাল ঘুরে আবার সান্তোসে ফিরলেন তিনি। আপাতত ছোটবেলার ক্লাবের সঙ্গে ছয় মাসের চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। শুক্রবার চুক্তি সইয়ের পর নেইমারকে সদস্য, সমর্থকদের সামনে নিয়ে আসে ব্রাজিলের ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় তাকে। প্রকাশ্যে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। জার্সিতে ক্লাবের লোগোয় চুমু খেয়েই কেঁদে ফেলেন। দু’হাতে ঢেকে ফেলেন চোখ। কান্না যেন থামতেই চাইছিল না। বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে। মুখে ছোটবেলার ক্লাবে ফিরতে পারার হাসির সঙ্গে চোখে জলও ছিল নেইমারের। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সান্তোসের সহ-সভাপতি ফার্নান্দো বোনাবিদাস বলেছেন, ‘‘আপাতত ৬ মাসের চুক্তি হয়েছে। তবে নেইমার যাতে আমাদের সঙ্গেই থাকে, তার জন্য প্রয়োজনীয় সব কিছু করব আমরা। আশা করি, আগামী বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে পারব।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App