×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের পাশে পাচ্ছেন না রোহিত-কোহলিরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের পাশে পাচ্ছেন না রোহিত-কোহলিরা

ছবি: সংগৃহীত

   

দেশের বাইরে টিম ইন্ডিয়ার যেকোনো সফরেই ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী ও সন্তানদের দেখা যায়। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটাই হবে, সেটাই অনুমেয় ছিল। তবে এবার সেই সুযোগ দিচ্ছে না বিসিসিআই। এবার ভ্রমণনীতি কঠোর করেছে বিসিসিআই। ফলে, পরিবার ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই সফর করতে হবে রোহিত শর্মাদের।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে যাত্রা শুরু হবে ম্যান ইন ব্লুদের। ৯ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ৮ জাতির এই টুর্নামেন্টের। তবে পুরো এই সময়ে একদিনের জন্যও

স্ত্রীদের পাশে পাবেন না রোহিত-কোহলিরা।

বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ক্রিকেটাররা। তবে এই টুর্নামেন্ট আগেই শেষ হয়ে যাওয়ায়, কেউই সেই সফরে খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন না।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন,‘পরে কোনো কিছু পাল্টানো হলে সেটা ভিন্ন কথা। তবে এখন পর্যন্ত এই সফরে স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গে পাবেন না খেলোয়াড়েরা। সিনিয়র খেলোয়াড়দের একজন এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে বলা হয়েছে, (ভ্রমণ) নীতির সিদ্ধান্ত মেনে চলা হবে।’

সেই সূত্র আরো বলছে, ‘সফর যেহেতু এক মাসেরও কম সময়ের, খেলোয়াড়দের সঙ্গে তাই তাদের পরিবার থাকবে না। তবে ব্যতিক্রমী কিছু ঘটলে, আমার মনে হয় সেই খেলোয়াড়কে পুরো ব্যয়ভার বহন করতে হবে, বিসিসিআই খরচ দেবে না।’

অনুশীলনে যোগ দেওয়ার বিষয়েও কঠোর অবস্থানে বিসিসিআই। যেখানে বলা হয়েছে, ‘সমস্ত খেলোয়াড়কে নির্ধারিত অনুশীলন সেশনের পুরো সময় থাকতে হবে এবং ভেন্যুতে যাওয়া আসা একসঙ্গে করতে হবে। এই নিয়ম লঙ্ঘন হলে বিসিসিআই গুরুতরভাবে বিষয়টিকে দেখতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App