কোহলিদের রোমাঞ্চকর জয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০১:০৮ এএম

সানরাইজ হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরত পাঠানো কাইল জার্মিসনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন বিরাট কোহলি

৩৭ থেকে ৫৪ রানের ইনিংস খেলার পথে ছক্কা হাঁকান ডেভিড ওয়ার্নার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ব্যাঙ্গালুরু। তাদের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন গ্ল্যান ম্যাক্সওয়েল। বোলিং উইকেটে দলের বাকিরা ম্যাক্সওয়েলের মতো আর জ্বলে ওঠতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনিংয়ে নামা কোহলি। ফলে ম্যাক্সওয়েলের এই ইনিংসটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন জেসন হোল্ডার। একটা সময় ব্যাঙ্গালুরু অনেক চাপে ছিল, কিন্ত শেষ ৩ ওভারে তারা ৩৯ রান তোলে। ম্যাচ জয়ের ক্ষেত্রে এটিও বড় অবদান রাখে।
[caption id="attachment_278380" align="aligncenter" width="541"]
৩৭ থেকে ৫৪ রানের ইনিংস খেলার পথে ছক্কা হাঁকান ডেভিড ওয়ার্নার[/caption]
১৫০ রান তাড়া করতে নেমে হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে। তাদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন মানিষ পান্ডে। ম্যাচটির নিয়ন্ত্রণ বেশিরভাগ সময়েই ছিল হায়দরাবাদের হাতে। কিন্তু ১৭তম ওভারে ব্যাঙ্গালুরুর শাহবাজ আজমেদ ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনিই দলের হয়ে সর্বোচ্চ উইকেট পান।
