×

খেলা

পনেরো ম্যাচ পর আরামবাগের প্রথম জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২১, ০৮:২২ পিএম

পনেরো ম্যাচ পর আরামবাগের প্রথম জয়
পনেরো ম্যাচ পর আরামবাগের প্রথম জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ

   

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে মঙ্গলবার (১১ মে) প্রথম জয়ের স্বাদ পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃষ্টি ভেজা ম্যাচে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এই ম্যাচটির আগে এই মৌসুমে টানা ১৫টি ম্যাচে জয়ের মুখ দেখেনি আরামবাগ। মৌসুমের প্রায় অর্ধেক ম্যাচ শেষ হওয়ার পর প্রথম জয় পাওয়ায় আরামবাগের খেলোয়াড়দের চোখে মুখে ছিল আনন্দের জোয়ার।

ম্যাচটিতে আরামবাগের হয়ে গোল করেন আব্দুলকাদেরভ, ফারুক ও উচ্ছ্বাস। অপরদিকে শেখ জামালের হয়ে একমাত্র গোলটি করেন হোসেন জোবে। ম্যাচের ১৫ মিনিটের সময় তিনি গোল করে প্রথমে শেখ জামালকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু প্রথমার্ধের একদম শেষ মূহুর্তে আব্দুলকাদেরভ গোল করে আরামাবাগকে সমতায় ফেরান। এরপর ৫৪ মিনিটে ফারুক ও ৫৬ মিনিটে উচ্ছ্বাস গোল করে আরামবাগকে হঠাৎ করে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। এরপর দুই দলের কেউ আর গোল করতে না পারায় আরামবাগ ৩-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়।

আরামবাগের প্রথম জয়ের মাধ্যমে অবশ্য এই মৌসুমে প্রথম হারের স্বাদ পেতে হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এই ম্যাচটির আগে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে ছিল ধানমন্ডির ক্লাবটি। তারা আগের ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জয় তুলে নেয় ও বাকি ৫টি ম্যাচ ড্র করে। ৯ ম্যাচে জয় ও ৫ ম্যাচে ড্রয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ঢাকা আবাহনীর সমান ৩২ পয়েন্ট ছিল তাদের। আরামবাগকে হারিয়ে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে ওঠে আসার সুযোগ ছিল শেখ জামালের। আরামবাগের আগের ম্যাচগুলোতে এমন দুরঅবস্থা দেখে সবাই ভেবেছিল শেখ জামাল সহজেই দ্বিতীয়স্থানে ওঠে আসবে। কিন্তু তারা সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App