জন্মদিনে শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৬:৪৮ পিএম

সৌরভকে পুষ্পস্তবক নিয়ে অভিনন্দন জানাচ্ছেন মমতা। ছবি: সংগৃহীত

সৌরভকে পুষ্পস্তবক নিয়ে অভিনন্দন জানাচ্ছেন মমতা। ছবি: সংগৃহীত

সৌরভকে পুষ্পস্তবক নিয়ে অভিনন্দন জানাচ্ছেন মমতা। ছবি: সংগৃহীত

সৌরভ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়


সৌরভ গাঙ্গুলির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ তিনি সৌরভের বাড়িতে যান। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সৌরভও পাল্টা ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে। বিকেল ৫.৪৭ নাগাদ মুখ্যমন্ত্রী বেরিয়ে যান সৌরভের বাড়ি থেকে। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতি বারই জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বাড়িতে ফুল-মিষ্টিও পাঠান। কিন্তু এবারই সম্ভবত প্রথম তিনি সৌরভকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন, যা যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ।
উল্লেখ্য, সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। এর আগে সৌরভ একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছেন। কিন্তু মমতাকে এ ভাবে আলাদা করে সৌরভকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাতে সম্ভবত এর আগে দেখা যায়নি। সৌরভের জন্য তিনি মিষ্টি এবং পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়।

বৃহস্পতিবার ৪৯তম জন্মদিন ছিল সৌরভের। সকাল থেকে তার বাড়ির সামনে ছিল ভক্তদের ভিড়। অনেকেই এসেছিলেন দূরদূরান্ত থেকে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তারা।
প্রত্যেকেই এক বার সামনে থেকে প্রিয় দাদাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। সেই আশা পূর্ণ হয় বেলা সাড়ে বারোটা নাগাদ। নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন সৌরভ। সঙ্গে সঙ্গেই সোল্লাসে চিৎকার করে ওঠেন তার অনুরাগীরা।