×

খেলা

লিড পেল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১০:৪৭ পিএম

লিড পেল ভারত

নটিংহ্যামশায়ারের ট্রেন্টব্রিজে শুক্রবার ষষ্ঠ উইকেটে ৬০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন লোকেশ রাহুল ও জাদেজা

   

নটিংহ্যামশায়ারের ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে লোকেশ রাহুলের দুর্দান্ত ইনিংসের সুবাদে লিড পেয়েছে ভারত। বৃষ্টিতে ম্যাচটির দ্বিতীয় দিন ভেসে যাওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহে ছিল ১২৫ রান। এ রান করতেই চার উইকেট খুইয়ে ফেলে তারা। এরপর শুক্রবার তৃতীয় দিন দলের হাল ধরেন রাহুল। আউট হওয়ার আগে তিনি ৮৪ রান করে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন।

প্রথমদিনে টসে জিতে ব্যাটিংয়ে যাওয়া ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে অলআউট করে দেয় ভারত। এরপর ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল ও রোহিত শর্মার ওপেনিং জুটিতে ৯৭ রান পায় ভারত। কিন্তু রোহিত ৩৬ রান করে রবিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে ছন্দপতন ঘটে ভারতের। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই একে একে সাজঘরে ফেরেন পূজারা, কোহলি ও আজিঙ্কা রাহানে। ৪ রানে চেতেশ^র পূজারা, ৫ রানে আজিঙ্কা রাহানে আউট হলেও শূন্য রানে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপরই ম্যাচের হাল ধরেন রাহুল। জেমস অ্যান্ডারসনের বলে বাটলারের হাতে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত রাহুল ২১৪ বল ৮৪ রান সংগ্রহ করেন।

এর আগে তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে ২০ বল খেলে ২৫ রান করা ঋষভ পন্ত রবিনসনের বলে ক্যাচ আউট হন জনি বেয়ারস্টোর হাতে। ১৪৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের হাল ফের ধরেন লোকেশ রাহুল। ষষ্ঠ উইকেট জুটিতে জাদেজাকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন। শুক্রবার ৮৪.৫ ওভারে ২৭৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট তুলে নেন রবিনসন। চারটি উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৮৩ রানে ধ্বসে যায় ইংলিশদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে ফেরেন বেয়ারস্টো। ডম সিবলি ১৮ রানে, জ্যাক ক্রাউলি ২৭ রান করে আউট হন। ক্রাউলির সমান ২৭ রান করে অপরাজিত ছিলেন স্যাম কুরান। বাকিরা কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ চার উইকেট, মোহাম্মদ শামি তিন উইকেট, শার্দুল ঠাকুর দুই উইকেট ও মোহাম্মদ সিরাজ একটি উইকেট শিকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ২৫ রান তুলেছে। বৃস্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ভারত এখন পর্যন্ত ৭০ রানে এগিয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App