বঙ্গবন্ধু চত্বরের ম্যুরাল ভেঙ্গে শহীদ আবু সাঈদ চত্বর ঘোষণা

মধ্যনগর (সুুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:২৩ পিএম

ছবি: ভোরের কাগজ
শেখ হাসিনা পদত্যাগের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) সুুনামগঞ্জের নব-গঠিত মধ্যনগর উপজেলা কমপ্লেক্স ভবনের প্রস্তাবিত এলাকায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ছবি ভেঙ্গে তার পাশেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের প্রিন্ট ছবি লাগানো হয়েছে। বর্তমানে এর নাম রাখা হয়েছে শহীদ আবু সাঈদ চত্বর।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) উপজেলার শতবর্ষী প্রাচীন বিদ্যাপীঠ মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে স্থাপিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নান্দনিক ম্যুরালটিও ভেঙ্গে ফেলা হয়।
আরো পড়ুন: ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ
স্থানীয়রা জানান, গত সোমবার (৫ আগষ্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা সদর মধ্যনগর বাজারে আনন্দ মিছিল করে স্থানীয় বিএনপি। জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তি দূর্বল থাকায় বিএনপির মিছিলে জামায়াত ও শিবিরকর্মীদের অংশ নিতে দেখা গেছে। এ সময় মধ্যনগর থানার সামনে মিছিলকারীদের একাংশ পুলিশের উদ্দেশ্যে হিজরা শ্লোগান ও স্থানীয় জনপ্রতিনিধিদের নাম ধরে উষ্কানীমূলক শ্লোগান দিয়ে বাজারে প্রবেশ করে।
উল্লেখ্য, দেশের কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার স্মরণে রংপুরসহ দেশের বিভিন্ন জায়গার ও স্থাপনার নামকরণ করা হয়েছে।