×

সিলেট

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময় সভা

Icon

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:২৫ এএম

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময় সভা

ছবি : ভোরের কাগজ

   

মৌলভীবাজার জেলার জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এ সভায় সকলের উদ্দেশে বক্তব্য রাখেন জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আদনান, লেফটেন্যান্ট ত্বোয়াসিন, লেফটেন্যান্ট আরাফাত।

সোমবার (১৩ আগস্ট) বিকেলে বড়লেখা উপজেলার টেকনিক্যাল ইনস্টিটিউট (অস্থায়ী সেনাক্যাম্প) এর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদুল আহসান বলেন, আগামীর বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহি ও সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যেকোনো ধরনের গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

আরো পড়ুন : লুট হওয়া কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ উদ্ধার

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান, বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ মিঠুন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন এবং জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বড়লেখা পৌরসভা মেয়র আবু ইমরান চৌধুরী মো. কামরান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের আমির হাফিজ নাজমুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের আমীর ফয়ছল আহমদ, কুলাউড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মুমতাজ আলী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, সুজানগর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নছিব আলী, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, আব্দুল্লাহ (জুড়ী), আবু হাসান (বড়লেখা), আতিকুর রহমান তারেক (কুলাউড়া) প্রমুখ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App