×

সিলেট

মেয়রের পদ না থাকলেও থেমে নেই মহসীনের জনসেবা

Icon

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার থেকে

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম

মেয়রের পদ না থাকলেও থেমে নেই মহসীনের জনসেবা

বন্যার্তদের ত্রাণসামগ্রী দিচ্ছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসীন মিয়া মধু।

   

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসীন মিয়া মধু কয়েক মেয়াদের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র ছিলেন। বর্তমান অন্তরবর্তী সরকার কর্তৃক সারাদেশের পৌরসভার মেয়র পদ বিলুপ্ত হলে তিনিও মেয়রের দায়িত্ব ছাড়েন। কিন্তু মেয়রের দায়িত্ব ছেড়ে দিলেও জনসেবা ছাড়েননি তিনি। 

চলমান বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজারের বানভাসি মানুষের বান্ধব হয়ে উঠেন তিনি। মহসীন মিয়া মধু জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষের মধ্যে তাৎক্ষণিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন।

মহসীন মিয়া মধু বলেন, দুর্যোগ বলে কয়ে আসে না। হঠাৎ করে বন্যা হয়েছে। মানুষ প্রস্তুত ছিল না। অনেকে এক কাপড়ে ঘর ছেড়েছেন। আমার মেয়র পদ নেই তাতে কি হয়েছে, সামর্থ্য অনুযায়ী মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। 

আরো পড়ুন : ২৭ বছরের রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে গোমতীর পানি

প্রায় দুই শতাধিক লোক এক যোগে প্যাকেটিং এর কাজ করেছেন। তিন দিনে তিন হাজার প্যাকেট তৈরি করেছি। আমার ৫টি টিম দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। যতক্ষণ প্রয়োজন আমার প্যাকেট তৈরি চলতে থাকবে। 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, মহসীন মিয়া মধুর এই মানবিক কর্মকাণ্ডে আমরা প্রায় শতাধিক নেতাকর্মী সামিল হয়েছি। ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা দিতে থাকব। 

মহসীন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন জানান, তিনদিন ধরে সকালে ঘর থেকে বের হন এবং রাতে ঘরে ফিরেন। খাওয়া দাওয়া রাস্তায় করেন। কখনো নৌকায়, কখনো পানি মারিয়ে, কখনো মোটরসাইকেল আবার কখনো জীপে চড়ে তিনি সঙ্গীদের নিয়ে পৌঁছেছেন দুর্গত এলাকায়। 

বানভাসি মানুষের হাতে কিছু খাদ্য সহায়তা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তিনি বলেন, তার পিতা মহসীন মিয়া প্রায় ১০ হাজার প্যাকেটের খাদ্য সামগ্রী ক্রয় করে তাদের হেলদি চয়েজের গোদামে প্যাকেট করাচ্ছেন। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তারা সহায়তা দিবেন।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App