পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ নিধন

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম

ছবি : ভোরের কাগজ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজার মাদ্রাসার ‘সুজন’ পুকুরে এই ঘটনাটি ঘটেছে। এমন নেক্কার জনক ঘটনায় এলাকা জুরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
স্থানীয়রা জানান, সুজন পুকুরে মাছ মরে পানিতে ভেসে উঠার দৃশ্য দেখা যায় এমন সংবাদ পেয়ে পুকুরের দায়িত্বরতরা এসে হাজির হন এবং সঙ্গে সঙ্গে এলাকার গণ্যমান্যদের জানান। পুকুরে চাষকৃত পাঙ্গাশ, সিলবার, মৃণালকাপ, ব্রিগেড, ঘাসকাপ জাতের মাছ ভোর সকাল থেকেই পানিতে ভেসে উঠেছে।
পুকুরের মালিক সেফুল মিয়া বলেন, কাউকান্দি বাজার মাদ্রাসা থেকে তিন বছরের জন্য ‘সুজন’ পুকুরটি যৌথ মালিকানায় লিজ নেয়া হয়েছে। এই পুকুরে মাছের চাষ ভালো হচ্ছিল, তবে কিছু দিন ধরে একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ভাবে আমাদের পুকুরের চাষকৃত মাছের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা এখনো পর্যন্ত কারো পরিচয় চিহ্নিত করতে পারছি না।
পুকুরের অন্য আরেক মালিক ওবায়দুর রহমান জানান, আমাদের পুকুরে পাঙ্গাশ মাছ, সিলবার, ব্রিগেড, মৃগেল কার্প, ঘ্রাস কার্প জাতের মাছ চাষ করা হয়েছে। এসব মাছের ভালো উৎপাদন হচ্ছে তবে একটি মহল পুকুরে বিষ ঢেলে বিশাল ক্ষতি করে ফেলেছে। তারপরেও আমরা মৎস্য চিকিৎসকের পরামর্শে অক্সিজেন, পটাশিয়ামসহ সব ধরনের ওষুধ প্রয়োগ করেছি। তবে আমরা এই বিষয়টি দুশ্চিন্তায় আছি।
তাহিরপুর থানার (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে (তদন্ত) সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাহিরপুর উপজেলা মৎস্য অফিসার মো. ইউসুফ আলী বলেন, মিস ম্যানেজম্যান্ট, ক্যারিং ক্যাপাসিটি ও অক্সিজেনের অভাবেও পুকুরে চাষকৃত মাছ মরে যেতে পারে। তবে কি কারণে পুকুরের চাষকৃত মাছ মরে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন-পরীক্ষা-নিরীক্ষা ছাড়া মাছ মরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো সম্ভব নয়।
আরো পড়ুন: জেলের জালে ধরা পড়লো বিশালাকৃতির দুই জোড়া সেইল ফিস