×

সিলেট

মধ্যনগরে ওসি সজীবের বানোয়াট মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

মধ্যনগরে ওসি সজীবের বানোয়াট মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি : ভোরের কাগজ

   

অন্তর্বর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রের গোপন বৈঠকের কাল্পনিক ও মিথ্যা অভিযোগ এনে গত ২৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় সুনামগঞ্জে মধ্যনগর থানায় ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট  মামলা দায়ের করেছে পুলিশ। মধ্যনগরের ওসি সজীব রহমানের নির্দেশে মধ্যনগর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) আলমগীর হোসেন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত নামা আসামি উল্লেখ করা হয়েছে আরো ১৫ থেকে ২০ জনকে। 

ওইদিন (বুধবার) দুপুরে কোনো অভিযোগ ছাড়াই মধ্যনগর সদর ইউনিয়নের মাছুয়াকান্দা গ্রাম থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি কবির খানকে নিজ বসতবাড়ির উঠান থেকে তুলে নিয়ে আসে মধ্যনগর থানার পুলিশের একটি দল। কবির খান মাছুয়াকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পরের দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গ্রেপ্তার কবির খানকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে শুনানি শেষে বিচারক আসামি কবির খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের বাসার পেছনে তার অফিস কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৫/৩৮ জন নেতাকর্মী দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারি কার্যক্রমকে ব্যাহত করার মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তর্বর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে অংশ হিসাবে মধ্যনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষতিসাধনের জন্য বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গোপনে বৈঠক করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য গোপনে সমবেত হয়েছিল এবং গোপন বৈঠক করে।

গোপন সংবাদের ভিত্তিতে মামলার বাদী মধ্যনগর থানার এস আই আলমগীর হোসেন উক্ত বিষয়টি মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তারর দিক নির্দেশনায় বাদী এসআই আলমগীর হোসেনকে আরো অতিরিক্ত অফিসার ও ফোর্স সঙ্গে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত নির্দেশ প্রাপ্ত হয়ে মধ্যনগর থানা এলাকায় কিলো ডিউটিতে নিয়োজিত এসআই বিকাশ সরকার, কনস্টেবল রাহিক আহম্মদ, কনস্টেবল মনি চন্দ্র সিংহ এবং থানা এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত এএসআই মো. মহিনুর, এএসআই মো. আব্দুর রউফকে সঙ্গে নিয়ে ২৭ নভেম্বর দুপুর পৌনে ১টার দিকে মধ্যনগর মধ্যবাজারস্থ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের নিজ বাসার পিছনের অংশে তার অফিস কক্ষে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামিরা পালিয়ে যেতে সক্ষম হলেও কবির খানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

তবে ওই মামলার এজাহার বিবরণীর সত্যতা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছ। তাদের দাবি এটি একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। 

আরো পড়ুন : ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মামলার প্রধান আসামি গ্রেপ্তারকৃত কবির খানের পরিবারের সদস্যরা ও মাছুয়াকান্দা গ্রামের শতাধিক নারী-পুরুষ এ প্রতিবেদককে জানান, কবির খানকে তার নিজ বাড়ি থেকে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পুলিশ ধরে নিয়ে যায়। অথচ মামলার এজাহারে কবির খানকে মধ্যনগর বাজার থেকে আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

মধ্যনগর বাজারের বাসিন্দা ও স্থানীয়রা জানান, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদারের ছেলে মামলার অন্যতম আসামি ওয়াসিভ আলভী দীর্ঘদিন ধরে সিলেটে অবস্থান করছেন।

মামলার এজাহারে বর্ণিত ঘটনাস্থল আসামি ওয়াসিভ আলভীর ওই বাসার সামনে অংশটি মার্কেট হিসেবে ভাড়া দেয়া হয়েছে। ওই মার্কেটের চাল ব্যবসায়ী লিটন মিয়াসহ আশপাশের আরো কয়েকজন ব্যবসায়ী জানান, বাসার পেছনে আসামি ওয়াসিফ আলভীর কোনো ব্যক্তিগত অফিস নেই এবং এজাহারে বর্ণিত ঘটনার দিনে (বুধবার) পুলিশকে ওই বাসায় প্রবেশ করতে বা অভিযান পরিচালনা করতে তারা দেখেননি। 

মধ্যনগর বাজারের বাসিন্দারা ও স্থানীয় ব্যবসায়ীদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ই আগস্টের পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপির হামলার শিকার হয়েছেন বাজারে আসা অনেক আওয়ামী লীগ কর্মী। মামলার এজাহারে বর্ণিত আসামিদের ৫ আগস্টের পরে আজ পর্যন্ত মধ্যনগর বাজারে আসতে দেখা যায়নি। তাই ওই মামলায় বর্ণিত দিন ও সময়ে এজাহারে উল্লেখিত ঘটনাস্থলে আসামিদের উপস্থিতির বিষয়ে সন্দেহ প্রকাশ করে তারা মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন।

মধ্যনগর ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত ওই মামলাটিকে কাল্পনিক ও সম্পূর্ণ মিথ্যা দাবি করে মধ্যনগরের দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমদ তার ফেসবুকে লিখেন, 'শান্তি ও সম্প্রীতির জনপদ মধ্যনগরে দীর্ঘ কয়েক বছর পর এই প্রথম একটি মিথ্যা মামলা দায়ের করা হলো। এর পেছনে আসামিদের ভয় ভীতি দেখিয়ে অর্থবাণিজ্য করাই যে মধ্যনগর পুলিশ প্রশাসনের মূল লক্ষ্য তা সহজেই অনুমেয়।'

অনুসন্ধানে জানা গেছে, ওসি সজীব রহমান মধ্যনগর থানায় যোগদানের পরপরেই বিভিন্ন লোকজনকে গ্রেপ্তারের ভয়ভীতি ও হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছেন বলে অভিযোগ উঠেছে। তার চাহিদা অনুযায়ী টাকা না দেয়ায় ইতোমধ্যে অনেককেই বিনা কারণে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

বিশেষ সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ওসি সজীব রহমান নিজেকে সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় যুবদলের নেতা শামছুজ্জামান দুদুর ঘনিষ্ঠজন বলে দাবি করেন।

মধ্যনগর থানার ওসি সজীব রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, আটককৃত আসামি ও এজাহারনামীয় পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পরের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্তর্ঘাতী কার্য করার প্রস্তুতি গ্রহণ করে দ্য স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৯৭৪ ১৫(৩)/২৫ডি ধারার অপরাধ করায় সংশ্লিষ্ট ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। আটককৃত আসামি কবির খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App