×

টালিউড

নেপোটিজম নিয়ে যা বললেন মিঠুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৮ পিএম

নেপোটিজম নিয়ে যা বললেন মিঠুন

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

   

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ইন্ডাস্ট্রির নেপোটিজম ও নিজের ছেলেদের এই বিনোদন জগতে কাজ করা নিয়ে মুখ খোলেন। মিঠুন জানান, তিনি নেপোটিজমে বিশ্বাসী নন। তার এই ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছিল না। তিনি নিজে কঠোর পরিশ্রম করে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তাই তিনি চান তার সন্তানরাও যেন নিজের পরিশ্রমে সেই জায়গা করেন, কেবল বাবার নামের জোরে যেন প্রতিষ্ঠিত না হন সেটা মাথায় রেখেছেন সব সময়।

বর্ষীয়ান এই অভিনেতার কাছে জানতে চাইলে বলিউড একটি ‘পারিবারিক শিল্প’ কিনা উত্তরে অভিনেতা বলেন, ‘আমি একমত নই। আমার চার সন্তান আছে, আর তারা চারজনই বিনোদন জগতে কাজ করেন। আমি আজ পর্যন্ত কোনো প্রযোজককে, ওদের হয়ে কিছু বলিনি। কখনো বলিনি যে আমার ছেলেদের সুযোগ দিন।’

আরো পড়ুন: আলিয়ার অভিনয় নিয়ে কটাক্ষ করে যা বললেন কঙ্গনা

তিনি আরো বলেন, ‘যদি কারোর বাবা হিরো হন, তাহলে তাকে যে হিরো হতেই হবে তার কোনো মানে নেই। তার মধ্যে ট্যালেন্টও থাকতে হবে। আর যদি ট্যালেন্ট না থাকে তো অনেক ধন্যবাদ, আপনি যেতে পারেন। যদি কারো বাবা অভিনেতা এবং ছেলেও অভিনেতা হয়ে যান, তাহলে ছেলেরও প্রতিভা রয়েছে সেটা মনে রাখবেন।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন অভিনেতা। এবার বর্ষীয়ান অভিনেতাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল মোদী সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করতে গিয়ে চোখ ছলছল নায়কের। মঞ্চে দাঁড়িয়ে বলেন, এই মঞ্চে আমি আগেও তিনবার এসেছিলাম, প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার পর মাথাটা একটু খারাপ হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App