আটক বিডিআর জওয়ানদের নিয়ে পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাস ভাইরাল, যা লিখলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে বিতাড়িত একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন। তিনি বলেন, বিডিআরের (বর্তমানে বিজিবি) অনেক জওয়ান আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও দীর্ঘ ১৫ বছর ধরে বিনা বিচারে আটক রয়েছেন। তিনি মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্দেশে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিচারাধীন অবস্থায় জেলে রাখা হয়েছে।
পিনাকীর পোস্টে বলেন, আদালত কর্তৃক খালাস পাওয়ার পরও অনেক জওয়ান জেলে পচে মরছেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই লোকগুলিকে জুলুম থেকে বাঁচানোর ব্যবস্থা করুন। যদি তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে দ্রুত বিচারকার্য শুরু করা হোক। আর যদি প্রতিহিংসামূলকভাবে আটকানো হয়ে থাকে, তবে তাদের দ্রুত মুক্তি দেয়া হোক।’
তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে বিনা বিচারে হাজতি হিসেবে থাকার ঘটনা নজিরবিহীন। পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করছেন এবং তিনি শেখ হাসিনার সরকারের একজন বড় সমালোচক হিসেবে পরিচিত।
তার পোস্টে সমর্থন জানিয়ে অনেকেই কমেন্ট করেছেন। রাব্বুল ইসলাম খান নামের একজন কমেন্ট করেছেন, ‘কেউ দোষী হলে শাস্তি পাবে, কেউ নির্দোষ হলে সে সকল অন্যায় জুলুম থেকে মুক্তি পাবে—এই নীতি সর্বত্র প্রয়োগ প্রয়োজন।’
https://www.facebook.com/share/p/D51yaZa7rVWzieZT/
মারুফ লস্কর নামের আরেকজন লিখেছেন, ‘এরা যেহেতু নির্দোষ এবং নন কমিশন্ড অফিসার বা সৈনিক। এবং তাদের প্রশিক্ষণ আছে তাহলে তাদের পুলিশ পুনর্গঠন প্রক্রিয়ায় পুলিশে পুনর্বাসন করা যায় কিনা দেখা উচিত।’
ওয়াসিম হিরা নামের একজন কমেন্ট করেছেন, ‘পিলখানা কেস রি-ওপেন করে আসল ঘটনা এবং সেনা অফিসারদের ও জওয়ানদের হত্যার বিচার কবে হবে? যে লাউ সেই কদু করবেন না, আমরা কিন্তু অনুভূতিহীন নই।’
আরো পড়ুন: শহিদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেঈমানি হচ্ছে
পোস্টটিতে লাইক দিয়েছে প্রায় ২০ হাজার মানুষ। কমেন্ট করেছে অন্তত ৩৯০ জন, শেয়ার করেছে প্রায় ৩০০ মানুষ।