ডিভাইস চলবে হাতের ইশারায়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০১৮, ০৪:০৫ পিএম

হাতের ইশারায় টাচ স্ক্রিন ফোন নিয়ন্ত্রণ করতে বাজারে এসেছে বিক্সি নামে একটি ডিভাইস। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে বিক্সি টাচ ফ্রি স্মার্ট কন্ট্রোলার। রান্না বা ড্রাইভ করার সময় ফোন ধরাটি বেশ ঝামেলাপূর্ণ কাজ। কিন্তু বিক্সি ব্যবহার করলে হাতের ইশারাতেই ফোন রিসিভ করা যাবে।
গান পরিবর্তন, গুগল ম্যাপ স্ক্রল করা কিংবা বাল্বের আলো বাড়ানো কমানোর কাজগুলোও হবে বিক্সির সাহায্যে। এতে একইসঙ্গে দুটি অ্যাপের ফাংশনও নিয়ন্ত্রণ করা যাবে।
ডিভাইসিট পানি নিরোধক। পেছনে ধাতব কেস থাকায় সহজেই এটি চুম্বকের সঙ্গে আটকানো যাবে। হাতের ইশারা বুঝতে এতে লার্নিং বেজড অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।
কালো রঙের ছোট এ ডিভাইসটি সহজেই পকেটে এটে যায়। ডিভাইসটির দাম ধরা হয়েছে ৯৯ ডলার। বিক্সি কিনতে চাইলে ঢুঁ মারতে হবে এই ঠিকানায়।