বাজারে আসছে স্যামসাং-এর নতুন ফ্লাগশিপ নোট নাইন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০১৮, ০৩:১২ পিএম

স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ ডিভাইস নোট নাইন খুব শিগগিরই বাজারে আসছে। এটিতে ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি বিল্টইন মেমোরি থাকবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ৬ জিবি র্যাম ভার্সনের পাশাপাশি ৮ জিবি র্যাম ভার্সনেও নোট নাইন বাজারে পাওয়া যাবে। যদিও স্যামসাংয়ের তরফ থেকে ডিভাইসটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে জানে গিয়েছিল, তিনটি রম ভার্সনে নোট নাইন বাজারে মিলবে। এগুলো হলো ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ।
নোট নাইটের ডিসপ্লে হবে ৬.৪ ইঞ্চির ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। রেজুলেশন ১৪৪০x২৯৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
ফোনটিতে এক্সিনোসের সর্বাধুনিক মডেলের প্রসেসর ব্যবহার করা হবে।
ব্যাকআপের জন্য এতে ৩৮৫০ অ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে।