২৯৯ টাকায় আইফোন ১৫ জেতার সুযোগ দিচ্ছে প্রিয় পে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

আমেরিকান ডিজিটাল ব্যাংকিং সেবা ‘প্রিয় পে’র নতুন গ্রাহকদের জন্য একটি ক্যাম্পেইন চালু করেছে। এর মাধ্যমে মাত্র ২৯৯ টাকায় দুই মাসের সাবস্ক্রিপশন করে প্রিয় পে’র সব ফিচার উপভোগ করা যাবে। পাশাপাশি যারা সাবস্ক্রিপশন করবেন তাদের মধ্য থেকে একজনকে আইফোন ১৫ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রবাসী বাংলাদেশিদেরকে নিজ মাতৃভূমির সঙ্গে যুক্ত করতে প্রিয়.কম আমেরিকায় চালু করে প্রিয় পে ডিজিটাল ব্যাংকিং সেবা। ২০২২ সালের জুলাইয়ে এর কাজ শুরু হয় এবং ২০২৩ সালের জুলাইতে পুরোপুরি ডিজিটাল ব্যাংকিং সেবা চালু হয়। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারদের সমস্যা সমাধানে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশেও প্রিয় পে ব্যাংকিং সেবা চালু হয়। ফলে এখন যেকোনো বাংলাদেশি প্রিয় পে অ্যাকাউন্ট খুলতে পারছেন।
‘প্রিয় পে’র মাধ্যমে গ্রাহকরা দুইটি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে থাকেন। এতে আমেরিকার যেকোনো ব্যাংক এবং আপওয়ার্ক, অ্যামাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডলার বা পেমেন্ট গ্রহণ করা যাচ্ছে। অ্যাকাউন্ট খুললেই গ্রাহকরা পাচ্ছেন ১০টি ভার্চুয়াল ডেবিট মাস্টারকার্ড একদম ফ্রি। নভেম্বর মাস থেকে ফিজিক্যাল প্রিয় মাস্টারকার্ড অর্ডার করা যাচ্ছে। এর মাধ্যমে ফেসবুক বুস্ট করা, গুগল অ্যাডস রান করা, অ্যামাজন, নেটফ্লিক্সে পেমেন্ট করা যায় সহজেই।
আমেরিকান এই ডিজিটাল ব্যাংকিং সেবা পেতে হলে একজন গ্রাহককে প্রতি মাসে দুই ডলার করে বছরে মোট ২৪ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে শুরু থেকেই মাসে ১ ডলার করে বছরে ১২ ডলারে সাবস্ক্রিপশন করতে পারছেন গ্রাহকরা। অন্যদিকে ডিসেম্বর মাসে নতুন একটি অফার চালু করেছে প্রিয় পে।
নতুন অফারের আওতায় মাত্র ২৯৯ টাকায় দুই মাসের জন্য সাবস্ক্রিপশনের সুযোগ রয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে যারা সাবস্ক্রিপশন করবেন, তাদের মধ্যে একজনকে আইফোন ১৫ গিফট দেওয়া হবে। এক্ষেত্রে সাবস্ক্রিপশনকারীদের মধ্যে লাইভ লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে। যিনি বিজয়ী হবেন, তিনি প্রিয় পে’র অফিস ভিজিটের আমন্ত্রণ পাবেন এবং তার হাতে আইফোন ১৫ তুলে দেওয়া হবে।