অনলাইনে মটোরলা ওয়ান ফোনের ছবি ফাঁস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০১৮, ০৪:৫১ পিএম

অনলাইনে মটোরলা ওয়ান পাওয়ার ফোনের একটি ছবি ফাঁস হয়েছে। মটোরলার মালিক লেনোভোই প্রথম কোম্পানি যারা অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের জন্য নচ যুক্ত ডিসপ্লে আনছে।ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনটিতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনের উপরে বাম পাশে আছে সিমকার্ড ট্রে, ডানে আছে বাটন। নিচে আছে ডুয়েল স্পিকার ও ইউএসবি সি পোর্ট।ফোনটি দেখতে অনেকটাই লেনোভো জে৫ এর মতো। এতে থাকছে ৬ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লে।
যার রেজুলেশন ২২৮০ x ১০৮০ পিক্সেল। এর ডিসপ্লের অনুপাত ১৯:৯।সঙ্গে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম আর ৬৪ গিগাবাইট স্টোরেজ। সেলফি ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল, যার অ্যাপার্চার এফ/২.২।পেছনে ডুয়েল ক্যামেরার একটিতে থাকছে ১২ মেগাপিক্সেল, অ্যাপার্চার এফ/১.৮। অন্যটি ৫ মেগাপিক্সেল, অ্যাপার্চার এফ/২.০। ব্যাটারি দেয়া হয়েছে ৩৭৮০ এমএইচ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১।ফোনটির মূল্য কতো হবে কিংবা কবে থেকে বাজা