রোবট তৈরি করছে বার্গার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১২:৫০ পিএম

ক্রেতাদেরকে দ্রুত বার্গার তৈরি করে দিতে একটি রেস্টুরেন্ট চালু হয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। সেখানে মাত্র ৫ মিনিটে তৈরি হয় বার্গার। তবে কোনো মানুষ নয়, এই বার্গারগুলো তৈরি করে একটি রোবট।
এই রোবট মানুষের তুলনায় দ্রুত বার্গার তৈরি করতে সক্ষম। রোবটটি ২০টি কম্পিউটার, ৩৫০ টি সেন্সর ও ৫০টি মোটরের সমন্বয়ে তৈরি। গ্রাহকরা অর্ডার করলে রোবটটি বার্গার তৈরির কাজ শুরু করে।রোবটের মধ্যে বার্গার তৈরির সবগুলো উপকরণ দেয়া থাকে। বার্গার তৈরির প্রক্রিয়া শুরু হলে একে একে সবগুলো উপকরণ যুক্ত করা হয় ধারাবাহিকভাবে।
প্রতিটি বার্গারের দাম ৬ মার্কিন ডলার।মোমেন্টাম মেশিন নামে একটি স্টার্টআপ দীর্ঘ আট বছর ধরে এই বার্গার প্রস্তুতকারী রোবটের উন্নয়নে কাজ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলেক্স ভারদাকোতাস বলেন, বার্গার তৈরির এই রোবট দীর্ঘ দিনের গবেষণার ফল। ইচ্ছা আছে আমেরিকার বিভিন্ন স্থানে এই রোবট বার্গার ছড়িয়ে দেয়ার। শিগগিরই রেস্টুরেন্টটির আরও নতুন কিছু শাখা খোলা হবে।