পুরাতন ফোন বদলে কেনা যাবে ইউমিডিজির ফোন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০২:১২ পিএম

পুরাতন স্মার্টফোনটি বদল করে কেনা যাবে ইউমিডিজির নতুন স্মার্টফোন। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অফারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, যে কোনো ব্র্যান্ডের পুরাতন সচল ফোন পরিবর্তন করে ইউমিডিজির স্মার্টফোন কেনা যাবে।
বর্তমানে অফারটি মিলবে রাজধানীর বসুন্ধরা সিটিতে শপিং সেন্টারে অবস্থিত ‘টেক অ্যান্ড টক বিডি’ নামে স্মাটফোন বেচাকেনার দোকানে।এই অফারের আওতায় ইউমিডিজি এ১ প্রো ও এস ২ লাইট মডেলের ফোন দুটি কেনা যাবে।ওয়ান প্রো ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ১.৫ গিগাহার্টজ মিডিয়াটেক কর্টেক্স-এ ৫৩ চিপসেটের প্রসেসর রয়েছে। ৩ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। পেছনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ফ্ল্যাশ।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।ইউমিডিজি এস টু লাইট ফোনে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে। ১.৫ গিগাহার্টজ অক্টাকোর মিডিয়াটেক এমটি ৬৭৫০টি প্রসেসরের চিপসেট রয়েছে এতে। ৪ গিগাবাইট র্যামের পাশাপাশি আছে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।