ভিআর হেডসেট আনল ফেইসবুক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৯ পিএম

ফেইসবুক তাদের নতুন ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট উন্মোচন করেছে। সানফ্রানসিসকোতে আয়োজিত অক্যুলাস কানেক্ট কনফারেন্সে বুধবার এটি উন্মোচন করেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
ভিআর হেডসেটটির নাম দেওয়া হয়েছে অক্যুলাস কোয়েস্ট। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার বা ৩৩ হাজার ৫১৬ টাকা। হেডসেটটি বাজারে আসবে সামনের বছরের প্রথম ভাগে।
এতে থাকছে টাচ কন্ট্রোলার, ৩৬০ ডিগ্রি প্যারানমিক ভিউ ও ৪ টি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ডিভাইসটি চালাতে কোনো কম্পিউটারের প্রয়োজন পড়বে না।
ফেইসবুক জানিয়েছে, খেলার সময় ৪ হাজার স্কয়ার ফিট পরিমাণ জায়গায় থাকার অনুভূতি পাবেন গেইমাররা। নতুন হেডসেটটিতে ৫০টিরও বেশি অক্যুলাস অ্যাপ চলবে।এর আগে গত মে মাসে সাশ্রয়ী দামের (১৯৯ ডলার) অক্যুলাস গো বাজারে আনে ফেইসবুক।