এলো হুয়াওয়ের নতুন ট্যাব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৫ পিএম

বেশ নীরবেই নতুন একটি ট্যাব নিয়ে হাজির হল প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। মিডিয়াপ্যাড এম৫ নামে ডিভাইসটি মিডরেঞ্জ গ্রাহকদের জন্য আনা হয়েছে।এতে রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে, যা ১৯২০*১২০০ পিক্সেল রেজুলেশন সমৃদ্ধ। আছে কিরিন ৬৫৯ চিপসেটের প্রসেসর। ৩ ও ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ডিভাইসটি যথাক্রমে ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরিতে পাওয়া যাবে। ৪টি স্পিকার থাকায় অন্য ট্যাবের তুলনায় এতে আরো উচ্চ শব্দে গান শোনা যাবে।
ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে মিলবে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও এর কাস্টমাইজড ইএমইউআই ৮.০ ওএস। স্যামসাংয়ের এস পেন বা অ্যাপল পেন্সিলের মতো ডিভাইসটির সঙ্গে মিলবে এম পেন। সেটির প্রেশার লেভেল ২০৪৮।ট্যাবটি গোল্ডেন ও স্পেস গ্রে রঙে পাওয়া যাবে। তবে মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে কনফিগারেশ দেখে ধারণা করা হচ্ছে, এটি হবে মিডরেঞ্জ ট্যাব।