অনার ম্যাজিক ২ ফোনের ছবি ফাঁস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:০৫ পিএম

অনার ম্যাজিক ২ নামে নতুন একটি ফোন আনতে যাচ্ছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।চলতি মাসেই ডিভাইসটি উন্মোচনের কথা রয়েছে। তবে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির ছবি।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ফাঁস হওয়া ছবিটিতে দেখা যায়, চীনের জনপ্রিয় অভিনেত্রী জ্যানিলিয়া ঝাও ফোনটি ধরে আছেন। ডিভাইসটির রঙ লাল। এতে নচের বদলে রয়েছে প্রায় বেজেলহীন ডিসপ্লে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য আছে স্লাইডার ফ্রন্ট ক্যামেরা। যা দেখতে অনেকটা অপ্পো ফাইন্ড এক্সের মতো।
অনলাইন প্রকাশিত বিভিন্ন রিপোর্ট থেকে যায়, ফোনটিতে থাকতে পারে হুয়াওয়ে ফ্ল্যাগশিপ হাইসিলিকন কিরিন ৯৮০ চিপসেটের প্রসেসর। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৬ ও ৮ গিগাবাইট র্যামের পাশাপাশি ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরিতে পাওয়া যেতে পারে ফোনটি। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানতে হুয়াওয়ে ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।